Mamata Tata Meet : নবান্নে টাটা সন্সের চেয়ারম্যান, মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে কী বার্তা?

16

ডিজিটাল ডেস্ক, ৯ জুলাই : রাজ্যে শিল্পায়নের গতি আরও বাড়াতে এবার আরও সক্রিয় ভূমিকা নিতে চলেছে টাটা গোষ্ঠী (Tata Group)। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) সঙ্গে দীর্ঘ বৈঠক করেন টাটা সন্স-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন (Tata Sons Chairman N. Chandrasekaran)। নবান্ন সূত্রে জানা গেছে, ওই বৈঠকে রাজ্যে নতুন শিল্প স্থাপন, পরিকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিশদে আলোচনা হয়েছে (Mamata Tata Meet)। এই আলোচনায় রাজ্যের শিল্প সম্ভাবনার দিকগুলো সামনে আসায় ভবিষ্যতে টাটা গোষ্ঠীর বড় বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করা হচ্ছে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শিল্পক্ষেত্রেও লক্ষণীয় পরিবর্তন এসেছে। একসময় জমি জটিলতার কারণে সিঙ্গুরে ন্যানো কারখানা গড়ে ওঠা সম্ভব হয়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে জমি নীতি অনেকটাই সরল ও বিনিয়োগবান্ধব হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে প্রতি বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে দেশ-বিদেশের শিল্পপতিদের সামনে রাজ্যের সম্ভাবনা তুলে ধরছেন। বিনিয়োগের উপযুক্ত পরিবেশ, দক্ষ শ্রমশক্তির সহজলভ্যতা—সব মিলিয়ে পশ্চিমবঙ্গ এখন শিল্পের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। এই অনুকূল পরিবেশ দেখে বহু বিনিয়োগকারী রাজ্যে আগ্রহ দেখিয়েছেন।

চলতি বছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন নিজে উপস্থিত না থাকলেও, তিনি প্রতিনিধিকে পাঠিয়েছিলেন এবং পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথাও বলেন। সেই সময়েই রাজ্যে টাটা সন্স বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। আর বুধবার, মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠক করতে চন্দ্রশেখরন কলকাতায় আসেন। বিকেলে নবান্নে তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁদের মধ্যে একান্ত বৈঠক হয়। অনুমান করা হচ্ছে, বাংলায় শিল্প স্থাপন ও সম্ভাব্য বিনিয়োগ নিয়েই এই বৈঠকে আলোচনা হয়েছে। আর এই সাক্ষাতেই রাজ্যে টাটার নতুন করে বিনিয়োগের আশার আলো দেখছেন শিল্পমহল।