Mamata TMC MP Virtual Meet : সোমে দলীয় সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক মমতার, কেন্দ্রের উপর চাপবৃদ্ধির কৌশলের প্রস্তুতি জোরকদমে!
ডিজিটাল ডেস্ক, ৩ অগাস্ট : কেন্দ্রের উপর চাপ বাড়াতে নতুন কৌশল নিতে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রকে সাঁড়াশি চাপে ফেলতে এবার আরও পরিকল্পিত পথে এগোতে চাইছে দল। সেই রণকৌশল ঠিক করতেই দলের সাংসদদের সঙ্গে ভারচুয়াল বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata TMC MP Virtual Meet)। সূত্রের খবর, সোমবার বিকেলে এই ভারচুয়াল বৈঠকে অংশ নেবেন তৃণমূলের সব সাংসদ।
বিহারে ভোটার তালিকায় ‘এসআইআর’ বা বিশেষ নিবিড় সংশোধন ঘিরে এখন তুঙ্গে বিতর্ক। খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় ৬৫ লক্ষ ভোটার। বিরোধীদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। বিষয়টি কেন্দ্রীয় ষড়যন্ত্র বলেই মনে করছেন তাঁরা। এই ইস্যুকে সামনে রেখেই ৭ আগস্ট দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে বিরোধী শিবির। তৃণমূল কংগ্রেসও তাতে শামিল হচ্ছে।
শোনা যাচ্ছে, ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তুতির অংশ হিসেবে ৫ আগস্ট তিনি দলের সমস্ত জেলা নেতৃত্বের সঙ্গে ভারচুয়াল বৈঠক করবেন বলে জানা গিয়েছে। ওই বৈঠকে অভিষেক নিজেও উপস্থিত থাকবেন বলে তৃণমূল সূত্রে খবর।
এর আগে, ৪ আগস্ট সোমবার দলের সাংসদদের নিয়ে ভারচুয়াল বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ৩টে নাগাদ এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন হিসেবে সংসদে দলের অবস্থান, কৌশল নির্ধারণের দায়িত্ব মূলত তাঁরই হাতে। জানা যাচ্ছে, ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল হিসেবে সংসদের ভেতরে ও বাইরে অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে কিভাবে কৌশলগত সমন্বয় রাখা হবে, যৌথ প্রতিবাদে কিভাবে অংশ নেওয়া হবে, কোন কোন ইস্যুতে জোর দেওয়া হবে— এসব বিষয়েই সাংসদদের নির্দিষ্ট বার্তা দিতে চলেছেন মমতা।
এরপর ৫ আগস্ট, মঙ্গলবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি-সহ বিভিন্ন স্তরের নেতৃত্বের সঙ্গে ভারচুয়াল বৈঠক করবেন। দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচিকে কেন্দ্র করেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে।