নিউজ ডেস্ক, ২৭ সেপ্টেম্বর : ফের অশান্ত মণিপুর। ফের রাজ্যজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ। আগামী ৫ দিন বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।
বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৫০ জন ছাত্র । দুই কিশোর-কিশোরীর হত্যার তদন্ত সিবিআই-এর হাতে তুলে দিয়েছে মণিপুর সরকার। বুধবারই বিশেষ বিমানে ইম্ফলে যাচ্ছে সিবিআইয়ের দল। থাকবেন সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর অজয় ভাটনগরও।
আগামী ৫ দিন রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধই থাকবে, এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব টি রঞ্জিত সিংহ। দুই স্কুল পড়ুয়ার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মাথা চাড়া দিয়েছিল। এমনকি সেই খুনের দৃশ্য ইন্টারনেটে ছড়িয়েও পড়েছিল। রাজধানী ইম্ফলে বুধবার এক ছাত্র সমাবেশকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ ঝাঁপিয়ে পড়ে সমাবেশে। তখনই ৫০ জন ছাত্র আহত হয়। এদিকে সিবিআই ঘোষণা করেছে যে মণিপুরের এক একটি জেলার জন্যে এক একটি ফোর্স নির্দিষ্ট থাকবে।
এদিকে নিউইয়র্কে ‘Discussion at Council on Foreign Relations’- এ বক্তৃতা করে, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে সরকার একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করছে যার মাধ্যমে মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক হয়।
মণিপুরের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের। বুধবার মোদীর সমালোচনা করে খড়্গে তার এক্স হ্যান্ডলে মণিপুরে অশান্তি নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ হিসাবে বিজেপির “অযোগ্য” মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করার দাবি জানান।
Oh my goodness! Amazing article dude! Thank you so much, However I am encountering problems with your RSS. I don’t understand why I cannot subscribe to it. Is there anyone else having the same RSS problems? Anyone that knows the answer can you kindly respond? Thanks!!