Mann Ki Baat on Operation Sindoor : অপারেশন সিঁদুরের পর প্রথম মন কি বাত, প্রধানমন্ত্রীর মুখে জঙ্গিদমন অভিযানের প্রশংসা

8

ডিজিটাল ডেস্ক, ২৫ মে : অপারেশন সিঁদুরের সফল সমাপ্তির পর প্রথমবারের মতো আয়োজিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক অনুষ্ঠান, ‘মন কি বাত’ (Mann Ki Baat on Operation Sindoor)। প্রত্যাশিতভাবেই অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ জুড়ে ছিল ভারতের জঙ্গিদমন অভিযানের এই গৌরবময় অধ্যায়। প্রধানমন্ত্রী বলেন, সেনার সাহসিকতার পাশাপাশি অপারেশন সিঁদুর ‘মেড ইন ইন্ডিয়া’ উদ্যোগের শক্তি প্রদর্শনের এক উজ্জ্বল উদাহরণ। তাঁর বক্তব্যে উঠে আসে, “অপারেশন সিঁদুরে ব্যবহৃত বেশিরভাগ অস্ত্রশস্ত্র এই দেশের মাটিতেই নির্মিত। এটি আমাদের সেনার, প্রকৌশলীদের ও প্রযুক্তিবিদদের কঠোর পরিশ্রম ও দক্ষতার প্রতিফলন।”

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারতীয় সেনা জওয়ানরা অত্যন্ত দক্ষতার সঙ্গে নির্দিষ্ট জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করেছেন। এটি তাঁদের অসীম সাহসিকতার পাশাপাশি আধুনিক অস্ত্রশস্ত্র, প্রযুক্তি এবং সমরসজ্জার শক্তিরও প্রতিফলন। প্রধানমন্ত্রী আরও বলেন, অপারেশন সিঁদুরের সাফল্যের পিছনে দেশের ইঞ্জিনিয়র ও প্রযুক্তিবিদদের কঠোর পরিশ্রম রয়েছে, যা আত্মনির্ভর ভারতের সংকল্পকে আরও দৃঢ় করেছে।
এই অভিযানে দেশীয় প্রযুক্তিতে নির্মিত আকাশ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম অত্যন্ত কার্যকরভাবে শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করেছে। পাশাপাশি, T-72 মেইন ব্যাটেল ট্যাঙ্কসও অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মন কি বাত’ অনুষ্ঠানে বলেন, অপারেশন সিঁদুর ভারতের সাহস ও শক্তির প্রতীক। তিনি উল্লেখ করেন, ভারতীয় সেনার দক্ষতা ও নির্ভুল অভিযানের মাধ্যমে জঙ্গিঘাঁটিগুলো ধ্বংস করা হয়েছে, যা অভূতপূর্ব। এই সফল অভিযান সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে নতুন উদ্দীপনা ও সাহস এনে দিয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, গোটা দেশ অপারেশন সিঁদুরের পক্ষে ঐক্যবদ্ধ। আজ ভারত দৃঢ়প্রতিজ্ঞ ও ক্ষুব্ধ। তিনি জানান, দেশের বহু পরিবার সন্ত্রাসবিরোধী লড়াইকে ব্যক্তিগতভাবে নিজেদের জীবনের অংশ হিসেবে গ্রহণ করেছেন।

গত ৭ মে, পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিশোধ হিসেবে ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সামরিক অভিযান চালায়। ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সওয়া নাল্লা, সারজাল, মুরিদকে, কোটলি, কোটলি গুলপার, মেহমোন্না জোয়া, ভিমবের এবং ভাওয়ালপুরের জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করা হয়। এই অভিযানে শতাধিক জঙ্গি নিহত হয়। এছাড়া, ভারতের প্রত্যাঘাতে জইশ-প্রধান মাসুদ আজহারের পরিবারও বড় ক্ষতির সম্মুখীন হয়, যার ফলে তিনি তাঁর ১২ জন পরিবারের সদস্যকে হারান। ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই সফল অভিযানের প্রশংসা করেন।

Comments are closed.