Manoj Panth Chief Secretary : আরও ৬ মাস মুখ্যসচিব পদে মনোজ পন্থ

49

ডিজিটাল ডেস্ক, ৩০ জুন : রাজ্য সরকারের প্রস্তাব মেনে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে। ফলে মুখ্যসচিব মনোজ পন্থের মেয়াদ আরও ছ’মাস বাড়ানো হয়েছে (Manoj Panth Chief Secretary)। তিনি এই পদে আগামী দিনগুলোতেও দায়িত্ব পালন করে যাবেন।

আজ, ৩০ জুন, সোমবার ছিল মুখ্যসচিব মনোজ পন্থের দায়িত্বের শেষ দিন। তবে রাজ্য সরকারের সুপারিশে কেন্দ্র তাঁর মেয়াদ ছয় মাসের জন্য বাড়িয়েছে। ফলে ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি মুখ্যসচিব হিসেবে কাজ চালিয়ে যাবেন। উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের আগস্ট মাসের শেষভাগে এই পদে দায়িত্ব নেন পন্থ, আর তাঁর নেতৃত্বেই রাজ্যে পঞ্চায়েত ভোট ও লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে।

ভগবতী প্রসাদ গোপালিকার পরে রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নেন মনোজ পন্থ। মুখ্যসচিব হওয়ার আগে তিনি অর্থদপ্তরের সচিব পদে ছিলেন। তবে গত বছরের আগস্টে হঠাৎই নবান্নের তরফে সচিব পর্যায়ে রদবদল হয়। সেই সময় অর্থদপ্তর থেকে পন্থকে সরিয়ে তাঁকে সেচদপ্তরে বদলি করা হয়, যা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। তাঁর স্থানে অর্থসচিব হিসেবে দায়িত্ব নেন প্রভাতকুমার মিশ্র। তবে এই রদবদলের ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যসচিবের পদে নিযুক্ত করা হয় ১৯৯১ ব্যাচের আইএএস অফিসার মনোজ পন্থকে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মনোজ পন্থ। সে সময় তিনি যুগ্ম সচিব পদ মর্যাদার কর্মকর্তা ছিলেন। পরে তিনি বিশ্বব্যাঙ্কের ওয়াশিংটনের সদর দপ্তরে নয়াদিল্লির প্রতিনিধি হিসেবেও কাজ করেন। এরপর রাজ্য সরকারের অধীনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।