Market Price:আকাশ পরিস্কার হলেও আমজনতার ব্যাগ ভরতেই উঠছে নাভিশ্বাস

14

ডিজিটাল ডেস্ক ১৮ই জুলাইঃ বৃষ্টিতে কমলেও বাজারে গেলেই লাগছে ছ্যাঁকা । তবে আজ কিছুটা বেড়েই রয়েছে জিনিস পত্রের দাম । বৃষ্টি একটু ধরার ফলে বাজার আবার তার স্বাভাবিক ছন্দে ফিরবে বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা। সবজি থেকে মাছ,মাংসের দিকে তাকাতেও ভয় পাচ্ছিল সাধারন মানুষ। সবেরই দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছিল । বৃষ্টির জেরে জোগান কম থাকায় এসব পণ্যের দাম কিছুটা বেড়েছিল। (High Price)। বেশিরভাগ সবজির দাম ৬০ থেকে ১০০ টাকা প্রতি কেজি। মাছের ও মুরগির মাংসের দামও বেড়েছিল বেশ খানিকটা । যার কারণে প্রতিদিনের খাবারের জোগান দিতে হিমশিম খাচ্ছে আমজনতা। সবজি কিনতে গিয়েই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। সবচেয়ে সমস্যায় পড়েছে দিন আনি দিন খাওয়া মানুষরা(Market Price)।

আজ কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ১০৫.৪১ টাকা, গতকালের তুলনায় পেট্রলের দাম পরিবর্তিত হয়েছে ০.০০ শতাংশ। অন্য দিকে,আজ ডিজ়েলের দাম প্রতি লিটারে ৯২.০২ টাকা। ডিজ়েলের দামের পরিবর্তন হয়েছে ০.০০ শতাংশ। পাশাপাশি এ দিন কলকাতায় ১৪.২ কিলো রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা । ব্যবসায়িক গ্যাসের দাম কলকাতায় ১৯ কেজির দামে পরিবর্তন,১৮০২,৫০ টাকা।

আলু – ৩৫-৪৫ টাকা , চাল – ৬০ টাকা
পটল – ৪৫-৫০ টাকা , মুগডাল – ১০০-১২০ টাকা
পেঁয়াজ –৪০-৫০টাকা , মুসুরডাল – ৯০-১১০ টাকা
ঢেঁড়স – ৪০-৫০ টাকা , মাছ – ২০০-২৫০ টাকা
লেবু – ৬-১০ টাকা , মাংস – ১৮০-২০০ টাকা
সজনে –৮০-১০০ টাকা , কুমড়ো – ৩০-৩৫ টাকা

সবজির দাম বৃদ্ধি নিয়ে বিক্রেতারা জানিয়েছেন, টানা বৃষ্টির জেরে জেলায় জেলায় সবজি চাষে কিছুটা ক্ষতি হয়েছে। এছাড়াও বৃষ্টির কারণে জোগান কম রয়েছে। তাই দাম বাড়ছে। সবজির দাম বৃদ্ধি নিয়ে বিশেষজ্ঞ মহল বলেন,’বর্ষার সময় চারিদিকে জল জমে গিয়ে সবজি নষ্ট হয়েছে। এছাড়াও বাজারে বাজারে পর্যাপ্ত মাল আছে না। যারা আনেছে তারা তাই বেশি দামে বিক্রি হচ্ছে। লোকাল চাষিদের লঙ্কা শেষ হয়ে গিয়েছে। বেলডাঙার লঙ্কাও প্রায় শেষ। বাইরের রাজ্য থেকে লঙ্কা এলে দাম কমবে। মাস খানের দাম একটু বেশিই থাকতে পারে। তারপর ধীরে ধীরে কমে যাবে। তবে, মাল যদি কম আসে তাহলে ব্যবসায়ীরা কী করবে? প্রশ্ন থেকেই যাচ্ছে নানা মহলের।