MEA on India Pakistan Tensions : তুরস্কের ড্রোন দিয়ে হামলা পাকিস্তানের, ৩৬ জায়গায় প্রায় ৪০০ পাক আক্রমণ প্রতিহত, সংযমী ভারত, জানাল বিদেশমন্ত্রক
ডিজিটাল ডেস্ক, ৯ মে: ভারতের বিদেশ মন্ত্রক ও সেনাবাহিনী শুক্রবার এক যৌথ সাংবাদিক সম্মেলনে জানিয়েছে যে বৃহস্পতিবার মধ্যরাতে পাকিস্তান অন্তত ৩০০ থেকে ৪০০ বার সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছে। পাকিস্তান ৩৬টি পৃথক স্থানে হামলা চালানোর চেষ্টা করেছিল, কিন্তু ভারতীয় সেনার তীব্র প্রতিরোধে প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে (MEA on India Pakistan Tensions)।
পুঞ্চ সেক্টরে পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিম (BAT) একটি ফরওয়ার্ড পোস্টে হামলা চালানোর চেষ্টা করেছিল, কিন্তু ভারতীয় সেনার প্রতিরোধে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। এমন পরিস্থিতিতে আকাশপথে প্রত্যাঘাত করতে গেলে নিরীহ যাত্রীদের প্রাণনাশের সম্ভাবনা প্রবল। এই কথা মাথায় রেখে পাকিস্তানের লাগাতার উসকানির মাঝেও বৃহস্পতিবার রাতে সংযমের পরিচয় দিয়েছে ভারতীয় সেনা।
ভারতের বিদেশ মন্ত্রক ও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে পাকিস্তানের এই অনুপ্রবেশের চেষ্টা ভারতের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। তবে, ভারতীয় সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও সতর্কতার মাধ্যমে প্রতিটি চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে। ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
পাকিস্তানের এই অনুপ্রবেশের চেষ্টা আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন, যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য বিপজ্জনক। ভারত সরকার আন্তর্জাতিক মহলে পাকিস্তানের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানাবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
৭ মে পাকিস্তান ৪৮ ঘণ্টার জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছিল, ফলে সমস্ত আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত ছিল। তবে, সম্প্রতি পাকিস্তান তাদের আকাশসীমা খুলে দিয়েছে এবং আন্তর্জাতিক বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও আন্তর্জাতিক বিমান চলাচল অব্যাহত রয়েছে।
ভারতের সেনাবাহিনী এই পরিস্থিতিতে সংযম প্রদর্শন করে এবং আন্তর্জাতিক বিমান চলাচল নিরাপদ রাখতে সচেষ্ট রয়েছে। তবে, পাকিস্তানের এই ধরনের উসকানি আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
বিদেশসচিব বিক্রম মিস্রী জানান, পাকিস্তান বার বার দাবি করছে তারা কোনও ধর্মীয়স্থানে হামলা করেনি। সেই দাবি সত্য নয়। পুঞ্চের এক গুরুদ্বারে হামলার চেষ্টার কথা আগেই জানানো হয়েছে। তাঁর কথায়, ‘‘পাকিস্তান বিশ্বকে ভুল ব্যাখ্যায় করছে।’’ শুক্রবারের সাংবাদিক বৈঠকে মিস্রী জানান, পাকিস্তানের বিভিন্ন দাবি ভুয়ো। তারা ভারতের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে।
মিশ্রি আরও অভিযোগ করেন যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে অযথা দায় চাপানোর চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, পহেলগাঁও কাণ্ডকে সাম্প্রদায়িকতার রং দেওয়ার চেষ্টা করেছে পাকিস্তান। এছাড়া, তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কর্তারপুর সাহিব করিডর দিয়ে বাণিজ্য আপাতত বন্ধ রাখা হচ্ছে।
Comments are closed.