Metro Luggage Weight Limit : মেট্রোয় চড়ে যাচ্ছেন বিমানবন্দর? জানুন সঙ্গে সর্বোচ্চ কত কেজি লাগেজ নিতে পারেন?
ডিজিটাল ডেস্ক, ২৬ অগাস্ট : মেট্রোর নতুন তিনটি রুটে এবার সংযুক্ত হয়েছে দুটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন ও বিমানবন্দর। ফলে দূরপাল্লার ট্রেন বা বিমান ধরার ক্ষেত্রে যাত্রীদের যাত্রাপথ আরও সহজ ও সুবিধাজনক হয়ে উঠেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। দূরের সফরে সাধারণত যাত্রীদের সঙ্গে লাগেজ থাকাটাই স্বাভাবিক। তবে শুধু বড় ব্যাগ সঙ্গে নিলেই হবে না—নিয়ম না জানলে গুনতে হতে পারে অতিরিক্ত টাকা। তাই মেট্রোতে যাত্রার আগে জেনে নিন, সর্বোচ্চ কত কেজি লাগেজ বহন করা যাবে (Metro Luggage Weight Limit)।
কলকাতা মেট্রো লাগেজ বিধি ১৯৮৪ অনুযায়ী, একজন যাত্রী মেট্রোয় সর্বোচ্চ ১০ কেজি পর্যন্ত লাগেজ সঙ্গে নিতে পারেন। নতুন সংযুক্ত তিনটি মেট্রো রুটের ক্ষেত্রেও এই নিয়মে এখনও পর্যন্ত কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ, এই রুটগুলিতে যাতায়াত করা যাত্রীদের জন্যও লাগেজের সর্বোচ্চ সীমা ১০ কেজিই রয়ে গেছে।
অন্যদিকে, বিমানে ভ্রমণকারী একজন যাত্রী সাধারণত ১৫ কেজি লাগেজ ও ৭ কেজি হ্যান্ডব্যাগ সঙ্গে নিতে পারেন। অতিরিক্ত মালপত্র নেওয়ার জন্য আলাদা খরচ করেও সেই সুবিধা পাওয়া যায়।
এই অবস্থায় প্রশ্ন উঠছে—যদি মেট্রো রুটে লাগেজ সীমা অপরিবর্তিত থাকে, তবে বিমানযাত্রীরা তাঁদের সম্পূর্ণ লাগেজ নিয়ে কীভাবে মেট্রো ধরবেন? একদিকে হয়তো তাঁকে নিয়ম ভেঙে যাতায়াত করতে হবে, নয়তো সমস্ত নিয়ম মেনে চলতে গিয়ে পড়তে হবে বিপাকে। বিকল্প পরিবহণ ছাড়া তখন আর উপায় থাকবে না—বাড়ি থেকে বিমানবন্দর কিংবা বিমানবন্দর থেকে বাড়ি পৌঁছাতে মেট্রোর বদলে বাধ্য হয়ে অন্য উপায়ে যাত্রা করতে হবে।
মেট্রো যাত্রীদের একাংশ মনে করছেন, লাগেজ বহনের ঊর্ধ্বসীমা বাড়ানোর কোনও প্রয়োজন নেই। কারণ, অফিস টাইমে মেট্রোর ভিড় এমনিতেই তীব্র। বিশেষ করে ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত রুটে অফিসের সময়ে ভিড় এতটাই বেশি থাকে যে, একচিলতে জায়গাও খালি পাওয়া যায় না। সেই ভিড়ে যদি বড় লাগেজের সংখ্যা বাড়ে, তাহলে সাধারণ যাত্রীদের যাতায়াত কার্যত দুর্বিষহ হয়ে উঠবে।
তবে এক ভিন্ন মতও উঠে আসছে। যাঁরা মেট্রোকে ব্যবহার করে বিমানবন্দর বা হাওড়া ও শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ রেলস্টেশনে পৌঁছতে চান, তাঁদের মতে বর্তমান লাগেজ বিধি পুনর্বিবেচনার প্রয়োজন আছে। তাঁদের যুক্তি, লাগেজ বহনের সীমা বাড়ালে যাত্রা হবে অনেক সহজ, সময় বাঁচবে এবং বিকল্প পরিবহণে খরচও কমবে।
তবে মেট্রো কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে কোনও নতুন পরিকল্পনা বা সিদ্ধান্তের কথা জানায়নি। ভবিষ্যতে আদৌ লাগেজ বিধিতে কোনও পরিবর্তন আনা হবে কিনা, সে দিকেই এখন নজর যাত্রীদের।