Metro Route Change Update : বাড়ছে মেট্রোর সংখ্যা, কোন রুটে মিলবে এই সুবিধা? সময় বদলাচ্ছে শেষ ট্রেনের
ডিজিটাল ডেস্ক, ২৪ অগাস্ট : শুক্রবার কলকাতায় এসে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিয়ালদহ স্টেশন চালু হওয়ায় এবার করুণাময়ী থেকে সরাসরি হাওড়ার যোগাযোগ সম্ভব হল। পাশাপাশি, দমদম-নোয়াপাড়া-বিমানবন্দর রুটও খুলে দেওয়া হয়েছে। এর ফলে মহানগরের যাতায়াতে গতি আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এরই মাঝে কলকাতা মেট্রো রেলের তরফে আরও একটি বড় ঘোষণা—দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে (Metro Route Change Update)।
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম, অর্থাৎ ব্লু লাইনে বরাবরই যাত্রীদের ভিড় থাকে প্রচুর। এসপ্লানেড ও নোয়াপাড়ার সঙ্গে নতুন দুটি রুট যুক্ত হওয়ায় যাত্রী সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু অফিস টাইম নয়, অন্যান্য সময়েও ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই চাপ সামলাতেই ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো।
বর্তমানে আপ ও ডাউন মিলিয়ে ব্লু লাইনে দিনে ২৬২টি ট্রেন চলাচল করে। এবার থেকে সেই সংখ্যা বাড়িয়ে ২৮৪টি করা হচ্ছে। আগামীকাল, সোমবার থেকেই এই নতুন পরিষেবা চালু হবে।
ট্রেনের সূচিতে কি কোনও পরিবর্তন হয়েছে? মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দিনের প্রথম মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন আনা হয়নি দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে। তবে শেষ মেট্রোর সময়ে কিছুটা সামান্য বদল করা হয়েছে।
বর্তমানে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রাত ৯টা ৩৩ মিনিটে ছাড়ে। সোমবার থেকে তা এক মিনিট পিছিয়ে রাত ৯টা ৩৪ মিনিটে ছাড়বে। একইভাবে, শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৪৩ মিনিটে, যা বদলে হচ্ছে রাত ৯টা ৪৪ মিনিট।
তবে শনি ও রবিবারের ট্রেন চলাচলের সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। দিনের প্রথম মেট্রো আগের মতোই নির্ধারিত সময়ে চলবে।