ডিজিটাল ডেস্ক, ১২ জুলাই : আবারও আত্মহত্যার চেষ্টা কলকাতা মেট্রোয়। ফলে ব্যস্ত সময়ে ফের ব্যাহত হল পরিষেবা, চরম দুর্ভোগে পড়লেন যাত্রীরা (Metro Suicide Case)। শনিবার বেলা নাগাদ সেন্ট্রাল স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন বলে খবর। এরপরই স্টেশনজুড়ে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়, আপ ও ডাউন—দু’দিকেই মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ বা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর—পুরো রুটে টানা মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন চলেছে ভাঙা পথে, ফলে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয় এবং যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
আপাতত দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন লাইনে ভাঙা পথে মেট্রো চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে জোরকদমে চেষ্টা চালাচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বেলা ১১টা ৫৫ মিনিট নাগাদ সেন্ট্রাল স্টেশনে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রোর সামনে এক ব্যক্তি পড়ে যান। সঙ্গে সঙ্গেই ওই লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে উদ্ধারের চেষ্টা শুরু হয়। ফলে আপাতত ভাঙা রুটে মেট্রো চলাচল করছে।
এই পরিস্থিতিতে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত আংশিক পরিষেবা চালু রয়েছে। মেট্রো কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, যত দ্রুত সম্ভব স্বাভাবিক পরিষেবা চালু করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, কলকাতা মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা এই প্রথম নয়। ভারতের প্রথম এবং প্রাচীনতম মেট্রো লাইন হিসেবে পরিচিত এই রুটে রেললাইনের পাশে কোনও ব্যারিকেড বা গার্ডরেল নেই, যার ফলে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। তবে কলকাতা মেট্রোর অন্যান্য লাইনগুলিতে এই ধরনের ঝাঁপ দেওয়ার বা পড়ে যাওয়ার আশঙ্কা নেই, কারণ সেগুলি সুরক্ষিত ব্যারিকেডে ঘেরা।
এর আগেও কিছু দিন আগে কলকাতায় ভারী বৃষ্টির ফলে মেট্রো লাইনে জল ঢুকে পড়েছিল। সেই কারণে দীর্ঘ সময় ধরে পরিষেবা ব্যাহত হয়, এবং শহরের জলমগ্ন রাস্তায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। যানজটও তীব্র আকার নেয়। উল্লেখযোগ্যভাবে, ওই দিন পরিষেবা স্বাভাবিক হওয়ার পরেও আবার আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল।