Missile Strike at Israel Airport : ইজরায়েলের বিমানবন্দরে মিসাইল হামলা, ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার বিমান

7

ডিজিটাল ডেস্ক, ৪ মে: ইজরায়েলের একটি বিমানবন্দরে মিসাইল হামলার ঘটনায় বড়সড় বিপাকে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান (Missile Strike at Israel Airport)। নিরাপত্তার কারণে তেল আবিবের উদ্দেশে যাত্রা করা ওই বিমানটি মাঝ আকাশ থেকেই ঘুরিয়ে দেওয়া হয় আবু ধাবির দিকে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিমানটিকে সরাসরি দিল্লিতে ফিরিয়ে আনা হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তড়িঘড়ি এই পদক্ষেপ নিয়েছে এয়ার ইন্ডিয়া।

জানা গিয়েছে, রবিবার দিল্লি থেকে ইজরায়েলের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমান, ফ্লাইট নম্বর এআই১৩৯। নির্ধারিত সূচি অনুযায়ী, বিমানটির তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের কথা ছিল। তবে অবতরণের ঠিক ঘণ্টাখানেক আগে খবর আসে, ওই বিমানবন্দরের কাছে মিসাইল হামলা হয়েছে। এই খবর পাওয়ার পরই নিরাপত্তার স্বার্থে বিমানটিকে মাঝ আকাশ থেকেই ঘুরিয়ে দেওয়া হয় আবু ধাবির দিকে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, বিমানটি তখন জর্ডনের আকাশসীমায় ছিল। এই ঘটনার জেরে তেল আবিব থেকে দিল্লি ফেরার বিমানটিও বাতিল করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়ার তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

ইজরায়েলে মিসাইল হামলার পেছনে হাউথি বিদ্রোহীদের হাত রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বেন গুরিয়ন বিমানবন্দরের সমস্ত উড়ান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। রিপোর্ট অনুযায়ী, মিসাইলটি বিমানবন্দরের টার্মিনাল ৩-এর পার্কিং এলাকায় এসে আছড়ে পড়ে, যার ফলে সেখানে একটি বড় গর্ত তৈরি হয়। তবে সৌভাগ্যবশত, হামলায় টার্মিনাল ভবন বা রানওয়ের কোনও বড় ধরনের ক্ষতি হয়নি বলে খবর মিলেছে।

উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজায় টানা যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইজরায়েল। এই যুদ্ধের ফলে এখন পর্যন্ত কয়েক হাজার প্যালেস্টিনীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। এর জবাবে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা প্রকাশ্যেই ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

সাম্প্রতিক মিসাইল হামলার দায় ইতিমধ্যেই স্বীকার করেছে হাউথিরা। তাদের তরফে জানানো হয়েছে, গাজায় ইজরায়েলের লাগাতার আক্রমণের প্রতিবাদে তারা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে।

Comments are closed.