Mithun Chakraborty At Modi Meet : মোদীর সভায় মিঠুনের বার্তা!

14

ডিজিটাল ডেস্ক, ১৮ জুলাই : দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজেপির রাজনৈতিক সভা (Durgapur Modi Meeting) কার্যত আগামি বিধানসভা নির্বাচনের রণক্ষেত্র প্রস্তুতির সূচনা মঞ্চে পরিণত হলো। সভামঞ্চে উঠে বাংলার বর্তমান শাসকদলের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি নেতা ও জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়ে উঠল রাজনৈতিক লড়াইয়ের আগাম বার্তা এবং পরিবর্তনের ডাক (Mithun Chakraborty At Modi Meet)।

এই বক্তব্যে মূলত একজন রাজনৈতিক নেতার পক্ষ থেকে পুলিশের উদ্দেশ্যে একটি বার্তা দেওয়া হয়েছে। তিনি অনুরোধ করছেন যেন পুলিশ নিরপেক্ষ (neutral) ভূমিকা পালন করে, অর্থাৎ রাজনৈতিক পক্ষপাত না দেখায়। এরপর তিনি বলেছেন, “বাকিটা বিজেপি কী করতে পারে, দেখুন”, যা আসলে একটি চ্যালেঞ্জ বা আত্মবিশ্বাসের প্রকাশ – অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন, যদি পুলিশ নিরপেক্ষ থাকে, তাহলে বিজেপির পক্ষে কিছু করা কঠিন হবে, বা তারা কতটা কিছু করতে পারে, সেটা তখনই বোঝা যাবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২১ জুলাইয়ের আগে মিঠুন চক্রবর্তীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেক পর্যবেক্ষকের ধারণা, রাজ্যের পুলিশ ও প্রশাসনের উপর শাসকদলের প্রভাব রয়েছে – সেই বাস্তবতাকে সামনে রেখেই মিঠুন যখন বলেন, “পুলিশ নিরপেক্ষ থাকুক, দেখুন বিজেপি কী করতে পারে”, তখন তা স্পষ্ট বার্তা দেয় যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রয়োজনে বিজেপি সংঘাতের পথেও যেতে প্রস্তুত।

মিঠুনের সঙ্গে মঞ্চে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রথম সারিতে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হরদীপ সিং পুরী, শান্তনু ঠাকুর সহ দলের একাধিক সাংসদ ও বিধায়কও উপস্থিত ছিলেন।