MK Stalin: ভাষায় সম্মান স্ট্যালিনের,মমতার পাশেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

66

ডিজিটাল ডেস্ক ৪ঠা অগাস্টঃ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন তার পশ্চিমবঙ্গের প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সংহতি প্রকাশ করেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দিল্লি পুলিশ – বাংলা ভাষাকে “বাংলাদেশি ভাষা” হিসাবে বর্ণনা করার বিষয়ে আপত্তি জানিয়েছেন । “এটি সেই ভাষাটিরই সরাসরি অপমান, যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল,” মিঃ স্ট্যালিন সোমবার সকালে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন(MK Stalin)।

তিনি বলেন,“শাহের দিল্লি পুলিশ বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’বলে উল্লেখ করেছে। যে ভাষায় জাতীয় সঙ্গীত লেখা হয়েছে সেই ভাষাকে সরাসরি অপমান করা হয়েছে। কিছু মন্তব্য শুধু ভুলই নয়। তাঁরা তাঁদের কলুষিত মানসিকতার পরিচয় দিয়েছে যা আমাদের ঐক্য়ের মধ্যে বৈচিত্র্যকে নষ্ট করে।” মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে স্ট্যালিন লেখেন, “অহিন্দি ভাষাকে অপমান বিরুদ্ধে দাঁড়িয়েছেন ‘দিদি’। বাংলা ভাষা এবং বাংলাবাসীর রক্ষাকবচ হিসাবে দাঁড়িয়েছেন। যোগ্য জবাব ছাড়া এই আঘাত মেনে নেবেন না তিনি।”

তিনি বলেছিলেন: “বাংলা, আমাদের মাতৃভাষা, রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের ভাষা, যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় সঙ্গীত (পরবর্তীটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা) রচিত, যে ভাষায় কোটি কোটি ভারতীয় কথা বলেন এবং লেখেন, যে ভাষা ভারতের সংবিধান দ্বারা পবিত্র এবং স্বীকৃত, এখন তাকে বাংলাদেশী ভাষা হিসেবে বর্ণনা করা হয়েছে!”

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন রাজ্যে বাঙালি ‘হেনস্তা’ ও বাংলা ভাষার অপমানের প্রতিবাদে নতুন করে ‘ভাষা আন্দোলন’ শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো। ২৭ জুলাই থেকে বাংলার ব্লকে ব্লকে এই মিছিল, ধরনা কর্মসূচি শুরু হয়েছে। বোলপুর অর্থাৎ রবীন্দ্রনাথের মাটিতে নিজে হেঁটে সেই আন্দোলনের সূচনা করেছেন তিনি। তার প্রতিবাদে গর্জে উঠেছে বাংলার শাসকদল তৃণমূল। যে ভাষা ধ্রুপদী ভাষার তকমা পেয়েছে, যে ভাষায় বিশ্ববরেণ্য সমস্ত সৃষ্টিকর্ম হয়েছে, যে ভাষা দেশের অন্যতম ‘অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ’,তাকে ‘বাংলাদেশি’ বলে তকমা দেওয়ার অর্থ সংবিধানকে অপমান। নিজের এক্স হ্যান্ডলে এমনই মত প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এই ঘটনাকে ‘অপমানজনক, সংবিধান-বিরোধী, দেশবিরোধী’ বলে দিল্লি পুলিশকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।