ডিজিটাল ডেস্ক, ২৪ অগাস্ট : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জোর প্রস্তুতিতে নেমে পড়েছে বঙ্গ বিজেপি (Modi Bengal Tour)। প্রচারে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য নেতৃত্ব। গত কয়েকদিনেই তিনবার রাজ্যে সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রের খবর, মহালয়ার আগেই আরও একবার বাংলায় আসার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে পুজোর মরসুমে কলকাতায় একাধিক অনুষ্ঠানে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির দুই শীর্ষনেতার একের পর এক সফরকে ঘিরে রাজ্য রাজনীতিতে বাড়ছে উত্তাপ।
গত বিধানসভা নির্বাচনে ৭৭টি আসন পেয়ে রাজ্যে বিরোধী দলের মর্যাদা পেয়েছিল বিজেপি। তবে পরে একাধিক বিধায়কের দলবদলের ফলে সেই আসন সংখ্যা কিছুটা কমে গেছে। আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফের শক্তি বাড়াতে মরিয়া পদ্ম শিবির।
বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ও রাজ্য নেতৃত্ব সূত্রে খবর, ২০২৫ সালের মধ্যে রাজ্যের প্রতিটি সাংগঠনিক বিভাগে অন্তত একটি করে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই তিনটি জনসভা সেরে ফেলেছেন তিনি। সূত্রের দাবি, আগামী ২০ সেপ্টেম্বর, অর্থাৎ মহালয়ার ঠিক আগের দিন, নবদ্বীপে আরও একটি জনসভা করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।
পুজোর পর থেকে আরও জোরকদমে শুরু হবে প্রচার অভিযান। নরেন্দ্র মোদি ও অমিত শাহ বাংলায় একাধিক বৈঠক করবেন বলে জানা গেছে। যদিও তাঁদের সফরের নির্দিষ্ট দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিজেপি নেতৃত্ব।
প্রসঙ্গত, গত শুক্রবারই রাজ্য সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেল ৪টা ৫ মিনিটে দমদম বিমানবন্দরে নামেন তিনি। সফরের শুরুতেই তিনি তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করেন। এরপর পড়ুয়া ও পরিযায়ী শ্রমিকদের সঙ্গে একসঙ্গে মেট্রো সফরও করেন প্রধানমন্ত্রী। সফরের শেষে দমদমে একটি জনসভায় বক্তব্য রাখেন তিনি, যেখানে রাজ্যের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা বার্তা দেন।