Modi-Mamata Congratulating Shubhanshu : ড্রাগন’ থেকে হাসিমুখে বেরলেন শুভাংশু, শুভেচ্ছায় ভাসল গোটা দেশ

12

ডিজিটাল ডেস্ক, ১৫ জুলাই : সিঙাড়া-জিলিপি নিয়ে কেন্দ্রের নির্দেশিকা ঘিরে এবার সরব হল তৃণমূল। দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, “সিঙাড়া-জিলিপির উপর কুনজর পড়েছে কেন্দ্রের (Modi-Mamata Congratulating Shubhanshu)। একের পর এক ফতোয়া জারি হচ্ছে।” তিনি স্পষ্টভাবে জানান, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে এ ধরনের কোনও ফতোয়া মানা হবে না। গুণমান ঠিক থাকলে মানুষ কী খাবেন, তা নির্ধারণ করার অধিকার তাঁদের আছে। বাংলায় সেই স্বাধীনতায় হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।” কুণালের আরও সংযোজন, “সিঙাড়া-জিলিপিতে এখন স্টিকার সাঁটা হচ্ছে! এসব কী হচ্ছে! যার যা ইচ্ছে, সে তাই খাবে—এটাই হওয়া উচিত।”

সোমবার পৃথিবীর উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করেছিলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল এবং তাঁর সহযাত্রীরা। অবশেষে নির্ধারিত সময় মেনেই মঙ্গলবার ঘড়ি ধরে প্রশান্ত মহাসাগরে অবতরণ করল তাঁদের ক্যাপসুল।

অবতরণের প্রায় ৫০ মিনিট পরে ক্যাপসুলের হ্যাচ খুলে বের করে আনা হয় শুভাংশু ও বাকি নভশ্চরদের। এখন তাঁদের একাধিক শারীরিক পরীক্ষার মুখোমুখি হতে হবে। মহাকাশ থেকে ফিরে শরীরের উপর কী প্রভাব পড়েছে, তা খতিয়ে দেখা হবে পরবর্তী পর্যবেক্ষণে।

শুভাংশু শুক্লর প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “ঐতিহাসিক মহাকাশ অভিযানের পর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লের পৃথিবীতে সফল প্রত্যাবর্তনে আমি তাঁকে দেশের তরফে আন্তরিক শুভেচ্ছা জানাই। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শনকারী প্রথম ভারতীয় হিসেবে তিনি নিষ্ঠা, সাহস এবং নেতৃত্বগুণের মাধ্যমে কোটি কোটি ভারতীয়ের স্বপ্নকে নতুন দিশা দিয়েছেন। এটি আমাদের স্বদেশি মানব মহাকাশ অভিযান ‘গগনযান’-এর পথে আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক।”

নভশ্চর শুভাংশু শুক্লর সফল প্রত্যাবর্তনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, “ওয়েলকাম হোম শুভাংশু শুক্লা। আপনার ঘরে ফেরা আমাদের সকলের জন্য আনন্দের। আপনি যা অর্জন করেছেন, তা গোটা দেশের পাশাপাশি বাংলারও গর্ব।” শুভাংশু ও তাঁর গোটা টিমকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

জানা গেছে, শুভাংশু শুক্লদের জন্য আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল ‘রিকভারি ভেহিকল’। প্রশান্ত মহাসাগরের জলে ভেসে থাকা সেই বিশেষ জলযানে অবতরণের পর তাঁদের ক্যাপসুলকে তোলা হয় জাহাজে। সেখান থেকেই শুরু হয় ফেরার পরবর্তী প্রক্রিয়া। উল্লেখযোগ্যভাবে, ২৬ জুন ইতিহাস রচনা করেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। অ্যাক্সিয়ম-৪ অভিযানের অংশ হিসেবে তিন আন্তর্জাতিক সহযাত্রীর সঙ্গে তিনি পৌঁছে যান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS)। মহাকাশে কাটানো গত কয়েকদিনে তিনি একাধিক গবেষণামূলক কাজ করেছেন, যার বেশিরভাগই ভারতকেন্দ্রিক মাইক্রোগ্র্যাভিটি গবেষণার সঙ্গে যুক্ত।