Mukul Dev Passed Away : প্রয়াত জনপ্রিয় বলিউড অভিনেতা মুকুল দেব

12

ডিজিটাল ডেস্ক, ২৪ মে : বলিউডে আবারও ছড়িয়ে পড়ল শোকের খবর—প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। মুম্বইয়ের টেলিভিশন জগত থেকে শুরু করে চলচ্চিত্র জগতে, তিনি ছিলেন এক পরিচিত মুখ। শুধু বলিউডেই নয়, পাঞ্জাবি ও দক্ষিণী চলচ্চিত্র জগতেও তাঁর অভিনয়ের ছাপ রয়েছে। সূত্রের খবর, কয়েকদিন ধরেই অসুস্থ থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাঁর প্রয়াণে বিনোদন জগতে নেমেছে শোকের ছায়া (Mukul Dev Passed Away)।

বলিউড সূত্রে খবর, দীর্ঘদিন ধরে একাকীত্বে ভুগছিলেন অভিনেতা মুকুল দেব। বিধুর কথায়, বাবা-মায়ের মৃত্যুর পর থেকেই তিনি নিজেকে ক্রমশ গুটিয়ে নিচ্ছিলেন। ঘর থেকে বেরোনোর কিংবা কারও সাথে দেখা করার আগ্রহও হারিয়ে ফেলেছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর বলিউড জগতে শোকের আবহ সৃষ্টি করেছে।

সিনেমা ও সিরিয়ালে বহুবার খলচরিত্রে তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। টলিউড সুপারস্টার জিতের জনপ্রিয় ছবি “আওয়ারা”-তেও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তাঁর আকস্মিক প্রয়াণে বিনোদন জগতে নেমেছে শোকের ছায়া।

মুকুলের বন্ধু ও অভিনেত্রী দীপশিখা নাগপাল ইনস্টাগ্রামে প্রয়াত অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করে গভীর শোকপ্রকাশ করেছেন। তাঁর মনোকষ্ট প্রকাশ পেয়ে এসেছে এই আক্ষেপে—”মুকুল কখনওই নিজের শরীর-স্বাস্থ্য নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করত না। বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায়ই ওর সঙ্গে কথোপকথন হত। কিন্তু আজ সকালে এই মর্মান্তিক খবর শুনে ঘুম থেকে উঠলাম। ও আর কখনও আমাদের ফোন ধরবে না।” মুকুলের অকাল প্রয়াণ তাঁর কাছের মানুষদের হৃদয়ে গভীর শূন্যতা সৃষ্টি করেছে। বিনোদন জগতে তাঁর অবদান ও স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকবে।

Comments are closed.