Mumbai Attack Pakistan Link : মুম্বই হামলার ব্লু প্রিন্ট ফাঁস করল রানা? টানা জেরার মুখে কী জানাল মূল ষড়যন্ত্রী?

11

ডিজিটাল ডেস্ক, ৭ জুলাই : NIA টানা জেরার মুখে অবশেষে মুখ খুলল মুম্বই হামলার মূল ষড়যন্ত্রী তাহাউর। জঙ্গি তাহাউর স্বীকার করেছে, সে পাকিস্তান সেনাবাহিনীর সক্রিয় এজেন্ট হিসেবে কাজ করছিল (Mumbai Attack Pakistan Link)। জেরায় সে ফাঁস করেছে কীভাবে ২৬/১১-র ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ছক কষা হয়েছিল।

যদিও NIA এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবু তদন্তকারী সংস্থার সূত্র উদ্ধৃত করে ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে—মুম্বই হামলার ষড়যন্ত্রী তাহাউর রানা এনআইএ-র জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে সে পাকিস্তান সেনাবাহিনীর এক বিশ্বস্ত গুপ্তচর। তদন্তকারীদের দাবি, বন্ধু ডেভিড হেডলির সঙ্গে মিলে পাকিস্তানে লস্কর-ই-তইবার একাধিক জঙ্গি প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছিল সে। লস্করের পক্ষ থেকেই তাকে ভারতে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয় এবং গোপন তথ্য সংগ্রহ করে পাকিস্তানে পাঠাতে বলা হয়। জেরায় তাহাউর আরও জানায়, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ সন্ত্রাস চলাকালীন সে শহরেই উপস্থিত ছিল এবং পুরো হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী ছিল। এমনকি পাকিস্তানি জঙ্গি আজমল কাসব যাতে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাসে নির্বিঘ্নে হামলা চালাতে পারে, তার জন্য তাহাউর নিজে এলাকা রেকি করে স্টেশনের বিস্তারিত তথ্য পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিল।

তদন্তে আরও এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছে তাহাউর রানা। এনআইএ-র জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, খলিজ যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর নির্দেশেই তাকে সৌদি আরবে পাঠানো হয়েছিল—যা তার ও পাক সেনার মধ্যে গভীর সংযোগের প্রমাণ হিসেবে উঠে এসেছে।

তদন্তকারীদের দাবি অনুযায়ী, তাহাউরের বিরুদ্ধে ডেভিড হেডলি, লস্কর-ই-তইবা এবং হরকত উল-জিহাদি ইসলামির মতো চরমপন্থী সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে মুম্বইয়ে সন্ত্রাসী হামলা সংঘটনের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, তার সঙ্গে আরও একাধিক পাকিস্তানি জঙ্গি সংগঠনের সরাসরি যোগাযোগও নিশ্চিত হয়েছে বলে সূত্রের দাবি।