Mumbai Flood : বিপর্যস্ত মুম্বই! বন্যা পরিস্থিতি! মৃত দুই

42

ডিজিটাল ডেস্ক, ১৬ অগাস্ট : প্রবল বর্ষণে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মুম্বই শহরে। টানা বৃষ্টিতে নাজেহাল মায়ানগরী। শুক্রবার রাতে ভিখরোলি পশ্চিমে ঘটে ভয়াবহ ভূমিধস। ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন আরও দু’জন, যাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে শহরের একাধিক এলাকা এখনও জলমগ্ন। জনজীবন ব্যাপকভাবে ব্যাহত (Mumbai Flood)।

রাতভর টানা বৃষ্টির জেরে মুম্বইয়ের বহু এলাকায় জমে উঠেছে জল, তৈরি হয়েছে প্রায় বন্যা পরিস্থিতি। মৌসম ভবন আগাম সতর্কতা দিয়ে জানিয়েছে, আগামী কয়েকদিন শহরে বজায় থাকবে লাল সতর্কতা। এই আবহে শুক্রবার রাতে ঘটে গেল একটি মর্মান্তিক দুর্ঘটনা। পশ্চিম ভিখরোলির জনকল্যাণ সোসাইটিতে ভূমিধসে প্রাণ হারালেন একই পরিবারের দুই সদস্য। মৃতদের মধ্যে রয়েছেন ১৯ বছরের তরুণী শালু মিশ্র এবং ৫০ বছরের সুরেশ মিশ্র। পরিবারের বাকি দুই সদস্য—আরতি মিশ্র ও ঋতুরাজ মিশ্র—গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের রাখা হয়েছে ট্রমা কেয়ার সেন্টারে। দুর্ঘটনার পর তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় মুম্বই ফায়ার ব্রিগেড, পুলিশ এবং স্থানীয় ওয়ার্ড অফিসের কর্মীরা। তাঁদের যৌথ উদ্যোগে উদ্ধার করা হয় দুর্গতদের। অতিবৃষ্টির ফলে শহরের জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্বাধীনতা দিবসে শুক্রবার মুম্বইজুড়ে প্রকৃতির রুদ্ররূপ। টানা বৃষ্টিতে শহরের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে, জলের তলায় চলে যায় একাধিক গুরুত্বপূর্ণ সড়ক। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, এদিনও মুম্বইয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে শনিবার ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ভিখরোলি এলাকায়—২৪৮.৫ মিলিমিটার।

এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে রেকর্ড বৃষ্টি হয়েছে:-

সান্তাক্রুজ: ২৩২.৫ মিমি

সিয়ন: ২২১ মিমি

জুহু: ২০৮ মিমি

বান্দ্রা: ১৭৩ মিমি

বাইকুল্লা: ১৫৮.৫ মিমি

ক্রমাগত বৃষ্টির কারণে শহরতলি অঞ্চলগুলিতে কমলা সতর্কতা (Orange Alert) জারি করেছে মৌসম ভবন। বৃষ্টির জেরে শহরের জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। প্রশাসন থেকে সকলকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

টানা বৃষ্টির জেরে তৈরি হওয়া বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে মুম্বই পুলিশ। যে কোনও জরুরি পরিস্থিতির জন্য ইতিমধ্যেই চালু করা হয়েছে জরুরিকালীন হেল্পলাইন নম্বর। নাগরিকদের উদ্দেশে পুলিশের বার্তা—খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে না বেরনোই ভালো। একইসঙ্গে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC) পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাচ্ছে। বাসিন্দাদের সতর্ক থাকতে এবং জলজমা ও ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। শহরজুড়ে এই মুহূর্তে বিপর্যয় মোকাবিলায় পুলিশ ও পুরসভা যৌথভাবে কাজ করছে।