Murshidabad TMC News:ফের তৃণমূল কর্মী খুন !কোপান অবস্থায় বাড়ি থেকে ৩০০ মিটার দূরে মেলে দেহ

78

ডিজিটাল ডেস্ক ২৪শে জুলাইঃ ভরসন্ধ্যায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন! বাড়ি থেকে ৩০০ মিটার দূরে মিলল দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মুর্শিদাবাদের ভরতপুরের শুনিয়ায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কেন এই খুন? নেপথ্যে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় ২ জনকে আটকে করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এই খুনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে পুলিশ জানিয়েছে। মৃতের নাম ষষ্ঠী ঘোষ (৫২)। মুর্শিদাবাদ জেলার ভরতপুরের সেহালাই গ্রামের ঘটনা(Murshidabad TMC News)।

জানা গিয়েছে, বুধবার রাতে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন ষষ্ঠী ঘোষ। সেইসময় রাস্তায় বোমা মেরে তাঁর পথ আটকায় দুষ্কৃতীরা। এর পর এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মারা যান ওই তৃণমূল কর্মী। খবর পেয়ে আসে ভরতপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

মৃতের মেয়ে পায়েল পাল বলেন, “গতকাল রাত সাড়ে আটটা নাগাদও বাবা বাড়ি ফেরেননি। তখন আমরা ফোন করি। বাবার ফোন বন্ধ ছিল। আধ ঘণ্টা পর খবর পাই, বাবাকে খুন করা হয়েছে।” তিনি অভিযোগ করেন, গ্রামের কিছু লোক বাবাকে দেখতে পারত না। তবে তাঁদের নাম বলতে চাননি তিনি। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের মেয়ের।

মৃত ব্যক্তি আলুগ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের ঘনিষ্ঠ ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। শাসকদলের তরফে এই নিয়ে এখনও কারও বক্তব্য পাওয়া যায়নি। তৃণমূল এই কর্মীকে কারা খুন করল, তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ জানিয়েছে, মৃত ষষ্ঠী ঘোষের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, খুন-সহ একাধিক অভিযোগ ছিল। জামিনে মুক্ত ছিলেন। নিয়মিত থানায় হাজিরা দিতেন। ষষ্ঠী ঘোষকে খুনে জড়িত সন্দেহে ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই খুনের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পুরনো শত্রুতার জেরেই ষষ্ঠী ঘোষকে খুন করা হয়েছে।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল এলাকায়। কিন্তু কেন খুন? মৃতের জামাই ভীমদেব পালের দাবি, এর আগেও ষষ্ঠীকে কয়েকবার খুনের চেষ্টা করা হয়েছিল। যদিও এর পিছনের প্রকৃত কারণ কী তা অজানা। ভরতপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে। তাদের জেরা করলেই গোটা বিষয়টা স্পষ্ট হবে জানিয়েছেন তদন্তকারীরা।