ডিজিটাল ডেস্ক, ২৫ মে : মুর্শিদাবাদের দৌলতাবাদের মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বাম-কংগ্রেস জোট বড় জয় পেয়েছে, যা শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য বড় ধাক্কা। রবিবার অনুষ্ঠিত ১০৫৬ ভোটারের এই নির্বাচনে, ৪৩টি আসনের মধ্যে বাম-কংগ্রেস জোট জয়ী হয়েছে ৩৯টি আসনে, আর তৃণমূল পেয়েছে মাত্র ৪টি আসন। সকাল থেকেই নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছিল, এবং ভোট কেন্দ্রের ২০০ মিটার দূরে দুই পক্ষের ক্যাম্পে বচসা শুরু হয়ে পরে সংঘর্ষের রূপ নেয় (Murshidabad Vote Result)।
বাম-কংগ্রেসের অভিযোগ অনুযায়ী, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোটারদের ভয় দেখিয়ে বাধা দেয় এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়, এবং ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। বাম-কংগ্রেস জোটের পক্ষ থেকে বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডলকে সরাসরি দায়ী করা হয়েছে, যদিও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ভোটের ফল প্রকাশ হতেই সিপিএম-কংগ্রেস শিবিরে উচ্ছ্বাস দেখা যায়, অন্যদিকে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগে অস্বস্তিতে পড়ে তৃণমূল।
প্রসঙ্গত শুরুর দিকে ভোট শান্তিপূর্ণ ভাবে চলছিল। এতে শাসক দলের কপালে চিন্তার ভাঁজ পড়ে। এর পরে তৃণমূলের আশ্রিত বহিরাগত গুণ্ডা বাহিনী লাঠিসোটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এমনকি ভোটাররা যাতে ভোটগ্রহণ কেন্দ্রে আসতে না পারে, সে জন্য বিভিন্ন জায়গায় পথ অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ উঠেছে।
সিপিএম-কংগ্রেস জোটের লোকজনকে বেপরোয়া ভাবে মারধর করার সময়ে পুলিশ কার্যত চুপ করে দাঁড়িয়ে ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যায় এবং লাঠি চার্জ করে। এতে সাময়িকভাবে দুষ্কৃতীরা ছত্রভঙ্গ হলেও তত ক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে।
Comments are closed.