Nabanna Abhijan Lathi Charge Suvendu : নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পার্কস্ট্রিটে লাঠিচার্জ, অবস্থানে শুভেন্দু সহ বিজেপি নেতৃত্বরা

52

ডিজিটাল ডেস্ক, ৯ অগাস্ট : আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর পূর্ণ হচ্ছে। সেই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আজ, ৯ অগস্ট শনিবার, কলকাতার বিভিন্ন প্রান্তে মিছিল, বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়েছে। নবান্ন অভিযান ডেকেছেন নির্যাতিতার বাবা-মা, যার প্রতি সমর্থন জানিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য নেতৃত্ব।

শুভেন্দু অধিকারী আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে গিয়ে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াবেন এবং প্রতিবাদে অংশ নেবেন। পরিকল্পনা অনুযায়ী, সেখান থেকেই শুরু হওয়ার কথা ছিল নবান্ন অভিযানের মিছিল। শনিবার বেলা প্রায় পৌনে ১২টা নাগাদ বিধানসভা থেকে সরাসরি ডোরিনা ক্রসিংয়ে পৌঁছে যান শুভেন্দু। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, সাংসদ অর্জুন সিং এবং আরও কয়েকজন নেতা। তবে রানি রাসমণি অ্যাভিনিউতে পৌঁছনোর পরেই পুলিশের বাধার মুখে পড়েন শুভেন্দু ও তাঁর সঙ্গীরা। পুলিশ তাঁদের সেখানে আটকে দেয়।

বিস্তর টানাপোড়েন ও বচসার পর শেষ পর্যন্ত রুট বদল করে জওহরলাল নেহরু রোড ধরে মিছিল এগিয়ে নিয়ে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে পার্কস্ট্রিটে পৌঁছাতেই মিছিল থামাতে লাঠিচার্জ করে কলকাতা পুলিশ (Nabanna Abhijan Lathi Charge)। পুলিশের এই পদক্ষেপে প্রতিবাদ জানিয়ে সেখানেই অবস্থানে বসে পড়েন শুভেন্দু অধিকারী ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

এর আগে, শুক্রবারই কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ স্পষ্টভাবে জানিয়ে দেয়, রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় কোনও জমায়েত, মিছিল বা বিক্ষোভ করা যাবে না। একই নিষেধাজ্ঞা জারি করা হয় কালীঘাট এলাকাতেও—যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন অবস্থিত।

পুলিশের তরফে জানানো হয়েছে, নবান্ন অভিযানের জন্য কোনও রকম অনুমতি চাওয়া হয়নি। তবু যদি নির্দেশ অমান্য করে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়, তবে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। এই বিষয়ে প্রতিবাদের জন্য বিকল্প হিসেবে দু’টি নির্ধারিত জায়গা চিহ্নিত করেছে পুলিশ— হাওড়ার সাঁতরাগাছি বাসস্ট্যান্ড এবং কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউ। সেখানেই প্রতিবাদ কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়েছিল। তবে তা সত্ত্বেও শুভেন্দু অধিকারী ও তাঁর সঙ্গীদের রানি রাসমণি অ্যাভিনিউতেই আটকে দেয় পুলিশ।