ডিজিটাল ডেস্ক, ১০ অগাস্ট : নবান্ন অভিযান ঘিরে পুলিশের উপর হামলা, হুমকি এবং আদালত অবমাননাসহ একাধিক অভিযোগে বিজেপি বিধায়ক অশোক দিন্দা ও আরও কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানায় মোট ৭টি এফআইআর নথিভুক্ত হয়েছে (Nabanna Abhijan Police FIR)।
উচ্চ আদালত আগেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করতে পারেন। কিন্তু বাস্তব চিত্র ছিল ভিন্ন। অরাজনৈতিক বলে ঘোষিত নবান্ন অভিযান কার্যত বিজেপির নিয়ন্ত্রণে চলে যায়। বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষা করতে থাকা পুলিশ কর্মীদের উপর হামলা চালায়। এই ঘটনায় তিনজন কনস্টেবল আহত হন। পুলিশ দাবি করেছে, এক আইপিএস পদমর্যাদার অফিসারকেও মারধর করা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার পার্ক স্ট্রিটে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। সাঁতরাগাছিতেও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, পুলিশ বিক্ষোভ ঠেকাতে গেলে তাদের উপর হামলা ও হুমকি দেওয়া হয়। সেই ঘটনার ভিত্তিতে একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, শনিবার আর জি কর কাণ্ডে নির্যাতিতার বাবা-মা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন, যা শুরুতে ছিল সম্পূর্ণ অরাজনৈতিক। কিন্তু পরে পুরো আন্দোলনের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় বিজেপির শীর্ষ নেতৃত্ব। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতা শুভেন্দু অধিকারী, অশোক দিন্দা, অগ্নিমিত্রা পালসহ অন্যরা। আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বিচার পাওয়ার দাবি, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ।
পার্ক স্ট্রিটে অশান্তির ঘটনার পরপরই সাংবাদিক সম্মেলনে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ করেন, অভয়ার মা-বাবাকে কেন্দ্র করে বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনীতি করেছে।