Narendra Modi Argentina Tour : ব্রিকস বৈঠকের আগে আর্জেন্টিনা সফরে প্রধানমন্ত্রী, যাবেন আফ্রিকার দুই দেশেও

17

ডিজিটাল ডেস্ক, ২৮ জুন : আগামী মাসের শুরুতেই আর্জেন্টিনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Argentina Tour)। বুয়েনস আইরেসে তাঁর সফরের সময় ভারত ও আর্জেন্টিনার মধ্যে সন্ত্রাসবাদের মোকাবিলা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই বিষয়ক একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশেরও সম্ভাবনা রয়েছে। জানা গেছে, ৬-৭ জুলাই অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের ঠিক আগে তিনি আর্জেন্টিনায় থাকবেন। এর আগে প্রধানমন্ত্রী সফর করবেন ত্রিনিদাদ ও টোবাগো, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করেন। এরপর তাঁর সফরের তালিকায় রয়েছে ব্রাজিল, নামিবিয়া ও ঘানা।

পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করা প্রথম দেশগুলির মধ্যে অন্যতম ছিল আর্জেন্টিনা। স্মরণযোগ্যভাবে, ১৯৯০-এর দশকে দেশটি দুটি ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার শিকার হয়েছিল, যেখানে যথাক্রমে ৩০ ও ৮৫ জন প্রাণ হারান এবং বহু মানুষ আহত হন। জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর আসন্ন আর্জেন্টিনা সফরে রাষ্ট্রপতি জাভিয়ার মিলির সঙ্গে সাক্ষাৎ করবেন। এই বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে সন্ত্রাসবাদ রোধ, পাশাপাশি লিথিয়াম, কৃষি, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও পারমাণবিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলি।

লিথিয়াম এখন ভবিষ্যতের জ্বালানি হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ সবুজ প্রযুক্তির জন্য এটি একান্ত প্রয়োজনীয় উপাদান। চিলি ও বলিভিয়ার মতো দেশগুলির পাশাপাশি আর্জেন্টিনার খনিগুলিতেও এই মূল্যবান আকরিকের বিপুল ভাণ্ডার রয়েছে। ইতিমধ্যেই ভারতের কয়েকটি খনি সংস্থা উত্তর আর্জেন্টিনার কাটামারকা প্রদেশে লিথিয়াম উত্তোলনের কাজে নিযুক্ত হয়েছে। ভারতীয় সংস্থাগুলি আর্জেন্টিনার সঙ্গে তামা, সোনা এবং অন্যান্য ‘নিউ-এজ মিনারেলস’ খননের ক্ষেত্রেও সহযোগিতার আগ্রহ দেখিয়েছে। অন্যদিকে, আর্জেন্টিনা ভারত থেকে তাজা ফল, শাকসবজি এবং দুগ্ধজাত পণ্যের মতো কৃষিপণ্য আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি, উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক অনিশ্চয়তা ও একটি নাজুক যুদ্ধবিরতির প্রেক্ষিতে এলএনজি রপ্তানিতেও আগ্রহী তারা।