Narendra Modi Condolence RCB Stampede : RCB-র বিজয়োল্লাসে ১১ জনের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
ডিজিটাল ডেস্ক, ৪ জুন : আইপিএল ট্রফি জয়ের বিজয়োল্লাসের মধ্যে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের চত্বরে মর্মান্তিক ঘটনা ঘটে, যেখানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Condolence RCB Stampede)। তিনি এক্স-হ্যান্ডেলে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘বেঙ্গালুরুর দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক।’
জানা যাচ্ছে, পদপিষ্ট হওয়ার ফলে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে, এবং আরও ৪ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, যার মধ্যে একজন মহিলা রয়েছেন (RCB Stampede Incident)। এছাড়া, আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, পুলিশ একজনকে কোলে নিয়ে দ্রুত ছুটছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। হুড়োহুড়ির মধ্যে বহু মানুষ রাস্তায় পড়ে যান, যার ফলে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়। এছাড়া, বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
মঙ্গলবার আইপিএল জয়ের পর, বুধবার বেঙ্গালুরুতে উৎসবের পরিকল্পনা আগেই ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। বুধবার, কোহলিদের চার্টার্ড বিমান বেঙ্গালুরুতে অবতরণ করার আগেই বিমানবন্দরের বাইরে ভিড় জমতে শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমাগম আরও বাড়তে থাকে। বিকেলে চিন্নাস্বামী স্টেডিয়ামে ট্রফি নিয়ে উদযাপনের পরিকল্পনা থাকলেও, তার অনেক আগে থেকেই হাজার হাজার দর্শক সেখানে ভিড় জমাতে শুরু করেন।
অনেকেই স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করতে পারেননি, কারণ শুধুমাত্র যাঁদের পাস ছিল, তাঁরাই ঢোকার সুযোগ পেয়েছেন। ততক্ষণে বাইরে হাজার হাজার মানুষ অপেক্ষায় ছিলেন, যাঁরা ভিতরে ঢোকার চেষ্টা করেন। এতে হুড়োহুড়ি শুরু হয়, এবং পুলিশকে পরিস্থিতি সামলাতে যথেষ্ট বেগ পেতে হয়। শেষমেশ বাধ্য হয়ে লাঠিচার্জ করলে এই দুর্ঘটনা ঘটে।
বেঙ্গালুরুতে লক্ষ লক্ষ মানুষের ভিড় সামলাতে ব্যর্থ হয় পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করলে পরিস্থিতি আরও অবনিয়ন্ত্রিত হয়ে পড়ে। তবুও উৎসব বন্ধ করা হয়নি, এবং পরিকল্পনা অনুযায়ী স্টেডিয়ামের ভিতরে অনুষ্ঠান চলতে থাকে। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ, জনসমুদ্রের মধ্য দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টিম বাস স্টেডিয়ামে পৌঁছোয়, তবে তার আগেই বিপত্তি ঘটে। বেঙ্গালুরু কর্তৃপক্ষ অনুষ্ঠান দেখার জন্য বিশেষ পাসের ব্যবস্থা করলেও, কয়েক লক্ষ মানুষ স্টেডিয়ামে আসেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রয়োজনের তুলনায় পুলিশ কর্মীর সংখ্যা ছিল অনেক কম, ফলে ভিড় সামলাতে সমস্যা হয়। স্টেডিয়ামের গেট খোলার পর অসংখ্য মানুষ দ্রুত ভিতরে ঢোকার চেষ্টা করেন, যার ফলে বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করলে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন। এই পরিস্থিতির মধ্যেও পরিকল্পনা অনুযায়ী দীর্ঘক্ষণ অনুষ্ঠান চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনা ঘিরে বিতর্ক তীব্র হয়েছে।
কোহলিরা কর্নাটক বিধানসভায় সংবর্ধনা গ্রহণ করার সময়, চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ভয়াবহ ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ঘটনাস্থলের দিকে রওনা দেন।