ডিজিটাল ডেস্ক, ৪ জুলাই : তৃণমূলের শহিদ দিবসের আগে ফের বাংলায় সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi In West Bengal)। সূত্রের খবর, ১৮ জুলাই তাঁর সম্ভাব্য সফর নির্ধারিত হয়েছে। দমদম কিংবা বারাসতের কোনও এক জায়গায় হতে পারে তাঁর জনসভা। জানা গেছে, বারাসত, বনগাঁ, বারাকপুর ও কলকাতা উত্তর—এই চারটি সাংগঠনিক জেলা নিয়ে হবে জনসভা। স্থানীয় নেতা, কর্মী এবং সমর্থকরা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। উল্লেখযোগ্যভাবে, মে মাসে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে একটি সভা করেছিলেন প্রধানমন্ত্রী। এবার তাঁর দক্ষিণবঙ্গ সফর, যা ২১ জুলাই শহিদ দিবসের ঠিক আগে হওয়ায় রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই বাংলা দখলে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই রাজ্য বিজেপির সংগঠনে বড়সড় রদবদল ঘটানো হয়েছে। সুকান্ত মজুমদারের স্থলাভিষিক্ত হয়ে রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছেন রাজ্যসভার সাংসদ এবং বিজেপির প্রবীণ নেতা শমীক ভট্টাচার্য। নতুন সভাপতি হিসেবে তাঁর সামনে অন্যতম চ্যালেঞ্জ হল—আসন্ন বিধানসভা ভোটে রাজ্যে আরও বেশি আসন দখল করে সংগঠনের ভিত মজবুত করা।