Narendra Modi Independence Day Speech: নিউ নর্মাল ভারত বরদাস্ত করবে না ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’, প্রধানমন্ত্রী মোদী

49

ডিজিটাল ডেস্ক ১৫ই অগাস্টঃ এবছরের ১৫ অগাস্টের বিশেষ মাহাত্ম্য রয়েছে। একথা বলেই দিল্লির লালকেল্লা থেকে ৭৯তম স্বাধীনতা দিবসের ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ফের একবার দৃপ্তকণ্ঠে বলেন,’কোনও নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না(Narendra Modi Independence Day Speech)।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সগর্বে বলে,’আজ দিল্লির এই লালকেল্লার প্রাচীরে দাঁড়িয়ে অপারেশন সিঁদুরের জওয়ানদের স্যালুট করার সুযোগ পাচ্ছি আমি। আমাদের বীর সেনা শত্রুদের কল্পনাতীত সাজা দিয়েছে। পহেলগাঁওতে সীমান্ত পেরিয়ে আসা সন্ত্রাসবাদীরা নাগরিকদের ধর্ম জিজ্ঞাসা করে করে নির্বিচারে গুলি চালায়। স্ত্রীর চোখের সামনে স্বামীদের, ছেলেমেয়েদের সামনে বাবাকে খুন করে। তারপর থেকে গোটা দেশে আক্রোশে ফুঁসছিল। অপারেশন সিঁদুর সেই আক্রোশেরই প্রতিফলন।’ তিনি জানিয়েছেন, পাকিস্তানের এত এত ক্ষতি হয়েছে, প্রতিদিন কিছু না কিছু তথ্য প্রকাশ্যে আসছে।

এ দেশে অনেক বছর ধরে সন্ত্রাসবাদী হামলা সহ্য করেছে,তবে নিউ নর্মাল ভারত তা করবে না বলে লালকেল্লা থেকে জানাল নমো। তিনি বলেন,’২২ এপ্রিলের পর আমরা আমাদের সেনাকে সমস্তরকমের ছাড় দিয়েছিলাম। লক্ষ্য তারাই ঠিক করেছিল। দিনও তারাই বেছে নিয়েছিল। তারপর যা প্রত্যাঘাত করল, তা গোটা বিশ্ব জেনেছে। ১০০ কিলোমিটার ভিতরে ঢুকে সন্ত্রাসবাদী ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেয় বীর সেনা। পাকিস্তানের ঘুম এখনও পূরণ হয়নি। নিউ নর্মাল ভারত আর কোনও নিউক্লিয়ার হুমকি সইবে না।’

এছাড়াও নরেন্দ্র মোদী বলেন,’ভারত ঠিক করে নিয়েছে রক্ত আর জল একসঙ্গে বইবে না। সিন্ধুর সমঝোতা একতরফা, অন্যায়। ভারত থেকে নির্গত নদীর জল শত্রুর জমিতে ফসল ফলাবে আর আমার দেশ জলের অভাবে গলা শুকোবে? এ কেমন সমঝোতা? গত ৭ দশক ধরে যা দেশের কৃষকদের অকল্পনীয় ক্ষতি করেছে। দেশের মানুষের হকের জলে কেবলমাত্র এ দেশের কৃষকদের অধিকার রয়েছে। ভারত কিছুতেই আর এই সিন্ধু সমঝোতা সইবে না। ‘