ডিজিটাল ডেস্ক, ১৩ মে : দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার পরদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন (Narendra Modi Meet)। সূত্রের খবর, মঙ্গলবার নিজের বাসভবনে তিনি বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন। এই আকস্মিক বৈঠক সংঘর্ষবিরতির মধ্যেই অনুষ্ঠিত হওয়ায় নতুন জল্পনা শুরু হয়েছে—তাহলে কি ভারত আবার পাকিস্তানের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে?
পাশাপাশি আবারও অপারেশন সিঁদুর নিয়ে বৈঠক! মঙ্গলবার দেশের তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জানা গিয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী ছিলেন সেই বৈঠকে। এছাড়াও ছিলেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং।
প্রসঙ্গত ভারতীয় সেনাকে সম্মান জানাতে দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা করবে বিজেপি। ১৩ থেকে ২৩ মে পর্যন্ত চলবে সেই যাত্রা। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ১১ দিনের সেই যাত্রা। অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য অভিবাদন জানানো হবে সেনাকে।
উল্লেখ্য আজ, মঙ্গলবার দেশের পশ্চিম ও উত্তরের একাধিক রুটে বিমান পরিষেবা বন্ধ রেখেছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো। জম্মু, লেহ, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড়, রাজকোট যাওয়ার ও আসার বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। সোমবার রাতে দিল্লি থেকে একটি বিমান উড়লেও অমৃতসরে অবতরণ না করে আবারও ফিরে যায় দিল্লি। ব্ল্যাকআউট হয়ে যাওয়ায় ঘুরিয়ে দেওয়া হয় বিমান।
মঙ্গলবার, দেশের পশ্চিম ও উত্তর অঞ্চলের বেশ কয়েকটি রুটে বিমান পরিষেবা বন্ধ রেখেছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। জম্মু, লেহ, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোটের যাওয়ার ও আসার বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। সোমবার রাতে দিল্লি থেকে একটি বিমান উড়লেও, অমৃতসরে অবতরণ না করে পুনরায় দিল্লিতে ফিরে আসে। ব্ল্যাকআউটের কারণে বিমানটি ঘুরিয়ে দেওয়া হয়।