Narendrapur TMC Murder : নরেন্দ্রপুরে ঝোপের ধারে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ

16

ডিজিটাল ডেস্ক, ৬ জুলাই : নরেন্দ্রপুর থানার অন্তর্গত এলাকায় তৃণমূলের এক সক্রিয় কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে রাস্তার ধারের ঝোপ থেকে ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে এটি রাজনৈতিক না কি ব্যক্তিগত বা ব্যবসায়িক দ্বন্দ্বজনিত খুন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে (Narendrapur TMC Murder)। ইতিমধ্যেই ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে আতঙ্ক এবং উত্তেজনা ছড়িয়েছে।

নরেন্দ্রপুরের সীমান্তবর্তী থানা বিষ্ণুপুরের বাসিন্দা সন্দীপ নাড়ুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে নরেন্দ্রপুর ও বিষ্ণুপুর থানার সংযোগস্থল নোনা জয়কৃষ্ণপুর এলাকার একটি ঝোপ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। পরদিন পরিবার থেকে নরেন্দ্রপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। তবে এখনো পর্যন্ত কারও বিরুদ্ধে নির্দিষ্টভাবে অভিযোগ তোলা হয়নি বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, সন্দীপ নাড়ু পেশায় একজন গাড়িচালক ছিলেন এবং পাশাপাশি প্রোমোটিং ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। কয়েকদিন আগেই তাঁর একটি ব্যবসায়িক বিবাদ হয়েছিল বলে দাবি করেছে পরিবার। সেই সূত্র ধরেই প্রশ্ন উঠছে—কি তবে সেই ব্যবসায়িক ঝামেলাই কি তাঁর মৃত্যুর নেপথ্যে? নাকি এই ঘটনার পেছনে রয়েছে কোনও রাজনৈতিক রেষারেষি? তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর সকলের।

পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সন্দীপ নাড়ুর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, যা দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে—তাঁকে অন্য কোথাও হত্যা করে পরে নরেন্দ্রপুর থানা এলাকার ওই ঝোপের ধারে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিক রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে তারা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।