ডিজিটাল ডেস্ক, ১৩ জুলাই : মহাকাশ জয়ের পর এবার ঘরে ফেরার সময়। আগামী রবিবার পৃথিবীর পথে যাত্রা শুরু করবেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। তাঁর সঙ্গে অ্যাক্সিয়ম-৪ অভিযানের বাকি তিন মহাকাশচারীও ফিরবেন পৃথিবীতে। স্পেস স্টেশনে বিদায় অনুষ্ঠান এবং আনডকিং প্রক্রিয়া—সবকিছুই সরাসরি সম্প্রচার করবে নাসা (Nasa Live Telecast)।
জানা গিয়েছে, ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ফেয়ারওয়েল অনুষ্ঠান। নাসার এক্সপিডিশন ৭৩-এর সাতজন সদস্য বিদায় জানাবেন শুভাংশু শুক্লা-সহ অ্যাক্সিয়ম-৪ মিশনের চার মহাকাশচারীকে। এই বিদায় অনুষ্ঠান নাসা সরাসরি সম্প্রচার করবে। ফেয়ারওয়েলের পর, আনুমানিক সোমবার দুপুর দু’টো নাগাদ শুরু হবে আনডকিং প্রক্রিয়া। আনডকিং শেষ হতেই পৃথিবীর পথে যাত্রা করবেন শুভাংশুরা। ফেয়ারওয়েল ও আনডকিং—দুই অনুষ্ঠানই সরাসরি দেখা যাবে নাসার ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে।
২৬ জুন ইতিহাস সৃষ্টি করেন ভারতীয় নভোচারী শুভাংশু শুক্লা। অ্যাক্সিয়ম-৪ অভিযানের অংশ হিসেবে আরও তিন মহাকাশচারীর সঙ্গে তিনি পৌঁছান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। সেখানে গত কয়েকদিন ধরে মহাকাশ থেকে নানা বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেন শুভাংশু। এবার ফেরার পালা। ১৪ জুলাই, ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪টে ৩৫ মিনিটে (আমেরিকার সময় ভোর ৭টা ৫ মিনিটে) আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ড্রাগন ক্যাপসুল আলাদা হবে। এরপর শুরু হবে পৃথিবীমুখী যাত্রা। নাসা এই যাত্রার প্রায় ৩০ মিনিট ধরে সরাসরি সম্প্রচার করবে।
এরপর কিছু সময়ের জন্য নাসার সম্প্রচার বন্ধ থাকবে। ড্রাগন ক্যাপসুল যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে সমুদ্রের দিকে এগোবে, তখন ফের শুরু হবে সরাসরি সম্প্রচার। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোর ৩টেয় শুভাংশু ও তাঁর সঙ্গীরা পৃথিবীতে ফিরবেন। সেই স্প্ল্যাশডাউনের দৃশ্যও দেখা যাবে নাসার ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।