NCW Allegation:কসবা কাণ্ডের নির্যাতিতাকে ‘লুকিয়ে রাখা হয়েছে’ দাবি এনসিডাব্লিউ-র ,পুলিশের বিরুদ্ধে

11

ডিজিটাল ডেস্ক ২৯জুনঃ কসবা কাণ্ডে তদন্ত ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি সরাসরি অভিযোগ করেন, পুলিশ প্রশাসন তাঁর তদন্তে সহায়তা করেনি, এবং ভিকটিম ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করতেও বাধা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার কসবায় কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই তোলপাড় রাজ্য। গত ২৫ তারিখের এই ঘটনায় রবিবার কসবা থানা ও কসবার সেই আইন কলেজ পরিদর্শনে যায় জাতীয় মহিলা কমিশনের (NCW)টিম। কমিশনের সদস্য অর্চনা মজুমদার-সহ তিন সদস্য সেখানে যান। যদিও প্লেস অফ অকারেন্সে অর্চনা মজুমদারকে প্রথমে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে (NCW Allegation)।

সেই আবহে আজ, রবিবার শহরে এসে ল কলেজে গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। ঘটনাস্থলে যান সদস্য অর্চনা মজুমদার-সহ আরও দুই জন। কিন্তু প্রথমে পুলিশ তাঁকে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলা কমিশনের সদস্য ক্রাইম সিন পরিদর্শনের পাশাপাশি, ঘটনাস্থলের ছবি ও ভিডিও করতে চান। তা করা যাবে না বলে জানিয়ে দেয় পুলিশ। তবে দেওয়া হয় একাধিক শর্ত, খানিক দূর থেকে দেখতে হবে ঘটনাস্থল। সিল করা গার্ড রুমের ভিতর যাওয়া যাবে না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্চনা মজুমদার বলেন, ‘সকাল থেকে চেষ্টা করছি, কিন্তু কোথাও প্রবেশ করতে দিচ্ছে না। চারপাশে ব্যারিকেড করে রাখা হয়েছে। উপরের তলা থেকে নিচ পর্যন্ত সমস্ত ঘরে তালা ঝুলছে। গতকাল রাত ১২টা পর্যন্ত বিভিন্ন জায়গায় পুলিশি তৎপরতা চলেছে, অথচ আজ ডেপুটি কমিশনার জানাচ্ছেন ভিকটিম কোথায় আছেন, পুলিশ জানে না।’

পরে ছবি না তোলার শর্তে তাঁকে ভিতরে ঢুকতে দেওয়া হয়। তবে যে ঘরগুলি তদন্তের স্বার্থে বন্ধ করা হয়েছে তা খোলা হয়নি। ঘটনাস্থল ও কলেজ চত্বর ঘুরে দেখার পর নির্যাতিতার সঙ্গে দেখা করতে চান অর্চনা মজুমদার। এরপরই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অর্চনা। অর্চনা মজুমদার আরও দাবি করেন, ভিকটিমকে ‘লুকিয়ে রাখা হয়েছে’, যাতে তিনি বা সংবাদমাধ্যমের কেউই তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পারেন। জাতীয় মহিলা কমিশনের সদস্যের বক্তব্য, ‘ভিকটিমের বাবার সঙ্গে কাল অন্তত পাঁচবার কথা হয়েছে। পরিবার আতঙ্কে রয়েছে। যারা মেডিকেল করিয়েছে, তারাও এখন জানে না ভিকটিম কোথায়! ভিকটিমের বাড়িতে তালা মেরে সরিয়ে দেওয়া হয়েছে। এটা পরিকল্পিত পদক্ষেপ।’কিছু অসুবিধা হতে পারে বলেই লুকিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন অর্চনা মজুমদার । নির্যাতিতার পাশে সব সময় রয়েছে কমিশন।”