New Barrackpore Woman Rape Attempt : নিউ ব্যারাকপুরে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ! বাধা দিলে বেধড়ক মার! গ্রেফতার জিম ট্রেনার
ডিজিটাল ডেস্ক, ১৩ জুলাই : কলকাতার কসবায় ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে উত্তাল রাজ্যের পরিবেশের মধ্যেই এবার নিউ ব্যারাকপুরে উঠে এল যৌন হেনস্তা ও মারধরের এক ভয়াবহ অভিযোগ। এক তরুণীর দাবি, স্থানীয় এক জিম প্রশিক্ষক তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ধর্ষণের চেষ্টা চালান (New Barrackpore Woman Rape Attempt)। বাধা দিলে তিনি বেধড়ক মারধরের শিকার হন। ওই তরুণী জানান, ঘটনার সময় তাঁর সঙ্গে এক বন্ধু ছিলেন। বন্ধু তাঁকে রক্ষা করতে গেলে অভিযুক্ত তাঁর ওপরেও হামলা চালায়। গুরুতর জখম হয়ে মাথায় আঘাত পান তিনি। শেষ পর্যন্ত কোনও মতে ঘটনাস্থল থেকে বেরিয়ে এসে দু’জনেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এই ঘটনাটি আবারও নারী-নিরাপত্তা নিয়ে সমাজের উদ্বেগ ও প্রশাসনিক পদক্ষেপের প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পরেই দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত জিম প্রশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত। ওয়াকিবহাল মহলের মতে, এই ঘটনাও আবার নতুন করে রাজ্যের নারী-নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, যা সমাজ এবং প্রশাসনের সামনে এক বড়সড় বার্তা নিয়ে এসেছে।