ডিজিটাল ডেস্ক, ১৭ অগাস্ট : ফের বন্দুকবাজের হামলায় কাঁপল আমেরিকা (New York Shooting)। রবিবার সকালে নিউইয়র্কের ব্রুকলিনে একটি রেস্তরাঁয় আচমকা এলোপাথাড়ি গুলি চালায় একদল আততায়ী। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন, আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলায় জড়িত ছিল একাধিক দুষ্কৃতী। গুলির পর তারা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মার্কিন পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোর সাড়ে ৩টে নাগাদ অজ্ঞাতপরিচয় একদল বন্দুকবাজ ব্রুকলিনের ওই রেস্তরাঁয় হামলা চালায়। হঠাৎ করেই রেস্তরাঁয় ঢুকে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে তারা। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। তাঁদের মধ্যে একজনের বয়স ২৭, আরেকজনের ৩৫ বছর। তৃতীয় ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হয়নি।
এছাড়া গুলিতে আহত হয়েছেন আরও ৮ জন, যাঁদের বয়স ২৭ থেকে ৬১ বছরের মধ্যে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিসচ জানিয়েছেন, “৯১১ নম্বরে একের পর এক ফোন আসতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। তবে ততক্ষণে আততায়ীরা গুলি চালিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এখনও পর্যন্ত হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি, তবে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৩৬টি গুলির খোল উদ্ধার করা হয়েছে। যা ঘটেছে তা ভয়াবহ, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
উল্লেখযোগ্যভাবে, আমেরিকায় বন্দুকবাজের হামলা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই টেক্সাসের অস্টিন শহরে এক দোকানের সামনে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয় ৩ জনের। তারও আগে, ১৩ জুলাই কেন্টাকির একটি চার্চে ঢুকে নির্বিচারে গুলি চালায় এক বন্দুকধারী, সেই ঘটনায় প্রাণ হারান দু’জন এবং এক পুলিশ আধিকারিক-সহ আরও কয়েকজন গুরুতর জখম হন।
এই ধরনের হামলা ক্রমাগত বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাই এখন প্রশ্নের মুখে পড়েছে। জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক এবং উদ্বেগ।