Niti Aayog Meet Narendra Modi : কেন্দ্র-রাজ্য হাত ধরে চললে কোনও লক্ষ্যপূরণই অসম্ভব নয়, নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রীর বার্তা
ডিজিটাল ডেস্ক, ২৪ মে : শনিবার নয়াদিল্লিতে নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের উপর জোর দেন। তিনি বলেন, “যদি কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে এগিয়ে আসে এবং হাতে হাত মিলিয়ে কাজ করে, যাকে ‘টিম ইন্ডিয়া’ বলা হয়, তাহলে কোনও লক্ষ্যই অর্জন করা অসম্ভব নয়।” মোদী আরও উল্লেখ করেন, দেশের উন্নয়নের গতি আরও বাড়ানো প্রয়োজন, এবং একযোগে কাজ করলে যে কোনও চ্যালেঞ্জই সফলভাবে মোকাবিলা করা সম্ভব হবে (Niti Aayog Meet Narendra Modi)।
এবারের গভর্নিং কাউন্সিলের বৈঠকের মূল থিম ছিল ‘Viksit Rajya for Viksit Bharat@2047’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বিকশিত ভারতের উপর জোর দিয়ে বলেন, দেশের উন্নয়নই প্রতিটি নাগরিকের প্রধান লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন, যখন প্রতিটি রাজ্য উন্নতির পথে এগিয়ে যাবে, তখনই ভারত একটি বিকশিত জাতি হিসেবে গড়ে উঠবে। ১৪০ কোটি মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণ করতে সমন্বিত প্রয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি রাজ্য যেন অন্তত একটি পর্যটনকেন্দ্রকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলে, যেখানে আধুনিক সুযোগ-সুবিধা ও পরিকাঠামো থাকবে। “এক রাজ্য, একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র”—এই নীতির মাধ্যমে পর্যটন কেন্দ্রগুলির উন্নয়ন হলে, আশপাশের শহরগুলিও আকর্ষণীয় দ্রষ্টব্যস্থল হিসেবে বিকশিত হবে। এই পরিকল্পনা রাজ্যের অর্থনীতি ও পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের লক্ষ্য, পর্যটন কেন্দ্রগুলিকে বিশ্বমানের করে গড়ে তোলা।
বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মক্ষেত্রে নারী কর্মীর সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। তিনি বলেন, নতুন আইন ও নীতি গ্রহণ করতে হবে, যাতে নারীরা সম্মানের সঙ্গে দেশের কর্মশক্তির অংশ হয়ে উঠতে পারেন। মোদী আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে এমন নীতি তৈরি করা উচিত। যখন মানুষ এই পরিবর্তন অনুভব করবেন, তখন তাঁদের মধ্যে নতুন শক্তির সঞ্চার হবে, যা সমগ্র দেশজুড়ে এক বিশাল পরিবর্তন ঘটাবে। এই বৈঠকে নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। উন্নয়নের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
Comments are closed.