ডিজিটাল ডেস্ক, ১৬ মে : মাটিতে পড়ে থাকা কয়েকটি আম কুড়োতে গিয়েছিল। আর সেই ‘অপরাধে’র কঠোর শাস্তি পেলেন নাবালক। মারধরে শেষমেশ প্রাণ দিতে হল তাকে (North 24 Parganas Lynching Death)। নৈহাটির শিবদাসপুরের ঘটনায় তুমুল উত্তেজনা। এলাকায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সকাল থেকেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে গ্রামবাসীরা।
ঘটনা কাঁচরাপাড়া বাসন্তীতলার। এই এলাকার ১৭ বছরের নাবালক সুদীপ্ত পন্ডিত শিবদাসপুর গ্রাম পঞ্চায়েত এলাকার আতিসারা গ্রামে মামাবাড়ি বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি আমবাগানে বন্ধুদের সাথে আম কুড়াতে যায় সে। স্থানীয় রবি ঘোষের ওই আমবাগানে আম গাছ থেকে আম পেরেছে সন্দেহ করে স্থানীয় ফুরহাদ মন্ডল তাকে ধরে বেধড়ক মারধর করে। সেই মারধরে অচৈতন্য হয়ে পড়ে সুদীপ্ত। স্থানীয় বাসিন্দারা তাকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই শিবদাসপুর থানার পুলিশ অভিযুক্ত ফুরহাদ মন্ডল কে গ্রেফতার করেছে।
এলাকা থমথমে। যাতে নতুন করে আর কোনও অশান্তি না হয় তাই বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ নিহত নাবালকের পরিবারের লোকজন। অভিযুক্ত ফারহাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।