NorthEast : দিল্লিতে শুরু নর্থ ইস্ট বিনিয়োগ সম্মেলন, উপস্থিত উঃপূর্বের ৮ মুখ্যমন্ত্রী

5

Rising NorthEast Investors Summit 2025 : একপ্রস্থ প্রত্যাশা নিয়ে নয়া দিল্লিতে শুক্রবার থেকে শুরু হয়েছে নর্থ ইস্ট বিনিয়োগ সম্মেলন। দুদিনের এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাও।

আজ থেকে দুদিনের নর্থ ইস্ট বিনিয়োগ সম্মেলন শুরু। ২৩-২৪ মে রাজধানীর ভারত মণ্ডপমে রাইজিং নর্থইস্ট ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ অনুষ্ঠিত হয়। বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর-পূর্বের ৮ মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং দেশের অগ্রণী উদ্যোগপতিরা এতে অংশগ্রহণ করেছেন।

বৈচিত্রের মধ্যে ঐক্যই ভারতীয় সংস্কৃতির মূল কথা। এটা আরও স্পষ্ট-প্রবল হয়ে উঠে উত্তর-পূর্বে। উত্তর-পূর্ব তাই আমাদের জন্য অষ্টলক্ষ্মী। এটা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নর্থইস্টে বিনিয়োগের উৎসব করছি। নর্থইস্টের অর্থাৎ চা উৎপাদন, পেট্রোলিয়াম, ইকো ট্যুরিজমের ইমার্জিং হাব হচ্ছে নর্থইস্ট। নর্থইস্ট হচ্ছে অর্গানিক উৎপাদনের নয়া দুনিয়া। নর্থইস্ট পূর্ব ভারতের এক গুরুত্বপূর্ণ অঙ্গ।

বিনিয়োগ সম্মেলনে আদানি-আম্বানি। আমন্ত্রিত দেশি-বিদেশি শিল্পপতিরাও। ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্যের স্বাগত ভাষণে বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই ব্রহ্মপুত্র এবং বরাকের কথা উল্লেখ করেন।

৪ লক্ষ ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে উত্তর-পূর্বে। বিনিয়োগের সম্ভাবনা বাড়াবে এই সম্মেলন। ইকো ট্যুরিজমের ইমার্জিং হাব হবে নর্থইস্ট।

উল্লেখ্য, অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সহ উত্তর-পূর্বের সাতটি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকলেও দুদিনের এই বিনিয়োগ সম্মেলনে মণিপুরের প্রতিনিধিত্ব করেন রাজ্যপাল অজয় কুমার ভাল্লা।

Comments are closed.