Nusrat Faria Arrest : ঢাকা বিমানবন্দরে গ্রেফতার অভিনেত্রী নুসরত ফারিয়া

33

ডিজিটাল ডেস্ক, ১৮ মে : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়াকে রবিবার ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। এছাড়া, ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লিগের হয়ে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে (Nusrat Faria Arrest)।

রবিবার থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়াকে। প্রথমে তাঁকে ভাটারা থানায় নিয়ে যাওয়া হয়, পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে স্থানান্তর করা হয়। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে। গত এপ্রিল মাসে ঢাকার ভাটারা থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, এবং পরে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন, যার পর মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, নুসরাত ফারিয়ার গ্রেফতার অন্তর্বর্তী সরকারের প্রতিশোধমূলক পদক্ষেপ হতে পারে। তাঁদের দাবি, আওয়ামি লিগের সঙ্গে সুসম্পর্ক থাকা তারকাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। কয়েকদিন আগে সঙ্গীতশিল্পী ও আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছিল, এবার গ্রেফতার করা হয়েছে নুসরাত ফারিয়াকে।

প্রয়াত পরিচালক শ্যাম বেনেগালের পরিচালনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরত ফারিয়া। এই সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী তুলে ধরা হয়েছে। এটি ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত একটি চলচ্চিত্র।

Comments are closed.