ডিজিটাল ডেস্ক, ২০ মে : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া জামিন পেয়েছেন (Nusrat Faria Bail)। মঙ্গলবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত তাঁর জামিন মঞ্জুর করে। মহম্মদ ইউনুসের শাসনকালে গ্রেফতার হওয়ার মাত্র তিন দিনের মধ্যে জামিন পাওয়ার ঘটনা বিরল। নুসরত ফারিয়াকে গ্রেফতারের পর সরকারের অন্দরেই নানা প্রশ্ন উঠতে শুরু করে।
গত রবিবার সকালে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি তাইল্যান্ড যাওয়ার পথে ছিলেন, তখনই বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাঁকে প্রথমে আটক করে, পরে খুনের মামলায় গ্রেফতার করে।
নুসরত ফারিয়ার আইনজীবীরা সোমবার ও মঙ্গলবার আদালতে যুক্তি দেন যে, আলোচিত খুনের ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন। তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, নুসরাত শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বায়োপিক মুজিব: একটি জাতির নাম সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া, গত বছর গণ অভ্যুত্থানের সময় তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে কিছু মন্তব্য করেছিলেন ফেসবুকে, যা পরবর্তীতে বিতর্কের সৃষ্টি করে।
নুসরত ফারিয়ার গ্রেফতারের পরই মুখ খুলেছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি। তিনি প্রশ্ন তোলেন, কীভাবে একজন অভিনেত্রীকে বিনা ওয়ারেন্ট ও অভিযোগ ছাড়াই, প্রাথমিক তদন্তের আগেই গ্রেফতার করা হলো। এদিকে, সরকারের অন্দরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্যে। তিনি জানান, মামলা থাকলে পুলিশের যা করণীয়, সেটাই করা হয়েছে। তবে, দিন কুড়ি আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল সরকারের সিদ্ধান্ত জানিয়ে বলেছিলেন, শুধুমাত্র মামলা থাকলেই গ্রেফতার করা যাবে না—প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তবেই পুলিশ গ্রেফতার করতে পারবে।
নুসরতের ক্ষেত্রে সেই পদ্ধতি অনুসরণ করা হয়নি। সিনেমা -সহ বিনোদন জগত থেকেও গ্রেফতারির বিরোধিতা করে সরব হন অনেকে।
Comments are closed.