Odisha Girl Rape:নির্যাতনের শহর ওড়িশা ?ফের কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

17

ডিজিটাল ডেস্ক ২২শে জুলাইঃ ফের ওড়িশা শিরানামে। এবার ওড়িশার জাজপুর জেলায় ১৭ বছরের এক কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠেছে হকি কোচ ও তার দুই সহযোগীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে,গত ৩রা জুলাই ওই কিশোরীকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি লজে আটকে রেখে পালাক্রমে যৌন নির্যাতন চালানো হয়। কিছুদিন আগেই পুরির রাস্তায় এক ১৫ বছরের এক কিশোরীর গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। এই সমস্ত ঘটনার জেরে বিজেপি শাসিত ওড়িশায় আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে ফের নতুন করে প্রশ্ন তুলেছে শুরু করেছিল বিরোধীরা(Odisha Girl Rape)।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত হকি কোচ সার্থক এবং তার দুই বন্ধু সন্দীপ ও সাগর ওই দিন পরিকল্পনা করে কিশোরীকে অপহরণ করে। তারা তাকে ভয় দেখায় এবং প্রাণে মারার হুমকিও দেয়, যাতে সে কাউকে কিছু না জানায়।

জানা গেছে, ওই কিশোরী গত দুই বছর ধরে জাজপুর হকি স্টেডিয়ামে প্রশিক্ষণ নিচ্ছিল। কোচ হিসেবে সার্থক তার পরিচিত ছিল।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পকসো-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মেয়েটির জবানবন্দি ইতিমধ্যেই জেলা আদালতে রেকর্ড করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই জেলা জুড়ে ক্ষোভ ছড়িয়েছে। শিশু সুরক্ষা সংগঠন ও ক্রীড়া মহল ঘটনার তীব্র নিন্দা করেছে। তারা খেলোয়াড়দের জন্য নিরাপদ প্রশিক্ষণ পরিবেশ গড়ে তোলার দাবি তুলেছে।

বিশেষ করে নাবালিকাদের প্রশিক্ষণকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলি।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, অপরাধীদের কড়া শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি, হকি স্টেডিয়াম ও অনুরূপ ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে নজরদারি এবং শিশু সুরক্ষা প্রটোকল আরও কঠোর করার কথাও ভাবা হচ্ছে।