Odisha Student Suicide Attempt : কলেজের ভিতর ছাত্রীকে যৌন হেনস্তা অধ্যাপকের! নেওয়া হয়নি পদক্ষেপ, ক্যাম্পাসেই গায়ে আগুন

12

ডিজিটাল ডেস্ক, ১৩ জুলাই : দিন কয়েক আগে এক কলেজ অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন তরুণীটি (Odisha Student Suicide Attempt)। বিচার না পেয়ে, ব্যথা আর হতাশায় ভরা ক্যাম্পাসেই নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত ওড়িশার বালেশ্বরে, যা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শরীরের প্রায় ৯০ শতাংশ অংশ পুড়ে গিয়েছে এবং অবস্থার উন্নতি হয়নি। এমন একটি ঘটনা সমাজে ন্যায়বিচারের প্রয়োজনীয়তার কথা আরও জোরালোভাবে তুলে ধরে। যদি আপনি চান, আমি ঘটনাটি নিয়ে একটি তথ্যনির্ভর প্রতিবেদন কিংবা সচেতনতামূলক ক্যাম্পেইনের খসড়া তৈরি করে দিতে পারি।

সম্প্রতি এক কলেজ অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা কলেজ চত্বর, শুরু হয় ধারাবাহিক প্রতিবাদ ও অন্তর্বর্তী তদন্ত। শনিবার বিকেলে তিনি আরও এক অধ্যাপকের সঙ্গে দেখা করে দ্রুত বিচার দাবি করেন। অভিযোগ, সেই সাক্ষাতের পরপরই তিনি কলেজ ক্যাম্পাসের মধ্যেই নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পাশে থাকা এক সহপাঠী তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। এই চাঞ্চল্যকর ঘটনায় দু’জনকেই গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় কাছের হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তরুণীর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে, এবং তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত অধ্যাপককে আটক করে। ঘটনার পর, ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত অধ্যাপককে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তবে দুঃখজনকভাবে তরুণীর শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন।”