Old Woman Body Recovery : খাস কলকাতায় ফের একাকী বৃদ্ধার রহস্যমৃত্যু!

12

ডিজিটাল ডেস্ক, ১৩ জুলাই : খাস কলকাতায় আবারও এক একাকী বৃদ্ধার রহস্যমৃত্যু। রবিবার ক্রিস্টোফার রোডের একটি কোয়ার্টার থেকে উদ্ধার করা হয় পচাগলা দেহ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে কীভাবে মৃত্যু হল বৃদ্ধার? তা কি স্বাভাবিক, না কি রয়েছে এর নেপথ্যে অন্য কোনও রহস্য? এসব প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয়েছে পুলিশের তদন্ত (Old Women Body Recovery)।

জানা গেছে, মৃত বৃদ্ধার নাম করবী ভট্টাচার্য, বয়স ৭৫ বছর। তিনি বেনিয়াপুকুর থানার অন্তর্গত ক্রিস্টোফার রোডের সিআইটি কোয়ার্টারে একা থাকতেন। কয়েকদিন ধরে তাঁকে দেখা যাচ্ছিল না বলে সন্দেহ জাগে প্রতিবেশীদের মধ্যে। রবিবার সকালে ঘর থেকে দুর্গন্ধ পেয়ে তাঁরা বিষয়টি জানান থানায়।

ঘর থেকে উদ্ধার হয়েছে বৃদ্ধার পচাগলা দেহ। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তে। প্রতিবেশীদের দাবি, করবী ভট্টাচার্য একা থাকতেন এবং শারীরিকভাবেও অসুস্থ ছিলেন। তাই স্বাভাবিক মৃত্যু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে শেষ কয়েকদিনে খাস কলকাতায় যেভাবে একাকী বৃদ্ধ ও বৃদ্ধাদের নিয়ে একের পর এক ঘটনা ঘটেছে, তাতে তদন্তকারীদের ধারণা—মৃত্যুর পেছনে থাকতে পারে অন্য কোনও রহস্যও। বৃদ্ধার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।