Operation Akhal Soldiers Martyred : সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ দুই জওয়ান, খতম জঙ্গি

57

ডিজিটাল ডেস্ক, ৯ অগাস্ট : জম্মু ও কাশ্মীরের কুলগামে রাতভর সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে। টানা ৯ দিন ধরে চলা ‘অপারেশন অখল’-এর অংশ হিসেবেই এই সংঘর্ষ। এদিনের গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন দুই জওয়ান, আহত আরও দুই সেনা সদস্য। সেনার পাল্টা হামলায় নিকেশ হয়েছে এক জঙ্গি। এখন পর্যন্ত পুরো অভিযানে আহত হয়েছেন মোট ১০ জন জওয়ান (Operation Akhal Soldiers Martyred)।

জানা গেছে, শহিদ দুই জওয়ানের একজন ল্যান্সনায়েক প্রীতপল সিং এবং অন্যজন সিপাই হরমিন্দর সিং। গুলিতে গুরুতর আহত অবস্থায় তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষরক্ষা হয়নি। বর্তমানে আহত আরও দুই জওয়ান চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, ১ আগস্ট থেকে শুরু হওয়া এই ‘অপারেশন অখল’-এ এখনও পর্যন্ত মোট পাঁচ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। অভিযান চলছে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার একটি ঘন জঙ্গলে ঘেরা ছোট্ট গ্রামে, যার নাম ‘অখল’। সেই গ্রামের নাম থেকেই এই অভিযানের নামকরণ করা হয়েছে। গোয়েন্দা সূত্রে সুনির্দিষ্ট তথ্য হাতে আসার পরই এলাকাটি ঘিরে ফেলে সেনা। তারপর থেকেই শুরু হয়েছে টানা গুলির লড়াই।

শ্রীনগরে ‘অপারেশন মহাদেব’-এ পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত তিন জঙ্গিকেই নিকেশ করেছে ভারতীয় সেনা। এই বিষয়ে লোকসভায় বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ তৎপরতায় জঙ্গিরা পালাতে পারেনি। পহেলগাঁওয়ে পর্যটক হত্যাকাণ্ডে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল, সেটিও উদ্ধার করা হয়েছে। হামলার মাত্র পাঁচ দিন পরই ফের সক্রিয়ভাবে অভিযান শুরু করে ভারতীয় সেনা। সেনার তল্লাশির খবর পেয়ে জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে, পালটা জবাব দেয় সেনাবাহিনীও। সেই গুলির লড়াই এখনও চলছে।