ডিজিটাল ডেস্ক, ১৮ মে: রবিবার সেনার ওয়েস্টার্ন কমান্ডারের এক্স হ্যান্ডেলে অপারেশন সিঁদুরের একটি নতুন ভিডিও প্রকাশিত হয় (Operation Sindoor)। ভিডিওর শুরুতে একদল জওয়ানকে দেখা যায়, যেখানে তাঁদের মধ্যে একজন বলেন, “পহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুর শুরু হয়েছিল, মূল উদ্দেশ্য ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে। এটি আক্রোশ বা প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচার।” আরেক জওয়ান জানান, “পাকিস্তানের যেসব সামরিক পোস্ট থেকে গোলাবর্ষণ হয়েছিল, সেগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।”
২২ এপ্রিল পহেলগাঁওয়ে লস্করের সহযোগী সংগঠন টিআরএফের চার জঙ্গি ২৬ নিরস্ত্র মানুষের হত্যা করে, যাদের পথ নির্দেশ দিয়েছিল কাশ্মীরের এক স্থানীয় জঙ্গি। এই নৃশংস হামলার প্রতিশোধে ৭ মে ভোররাতে ভারত সামরিক অভিযান পরিচালনা করে, যেখানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যের জনবহুল অঞ্চল ও সেনাঘাঁটিগুলিকে লক্ষ্য করে পাকিস্তান হামলা চালায়, যার প্রতিরোধ এবং পাল্টা প্রত্যাঘাত করে ভারত। এর ফলে পাকিস্তানের অন্তত ১১টি বায়ু সেনাঘাঁটি ধ্বংস হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতীয় সেনার অভিযানে ১০০ জনের বেশি জঙ্গি এবং ৩৫-৪০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। শেষ পর্যন্ত ইসলামাবাদ সংঘর্ষবিরতি বজায় রাখার জন্য নয়াদিল্লির কাছে আবেদন জানালে, ভারত তা মেনে নেয়।
Comments are closed.