ডিজিটাল ডেস্ক, ৭ মে : বুধবার কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ চলাকালীন ইডেনে একটি হুমকি ইমেল পাঠানো হয়, যেখানে দাবি করা হয় যে সেখানে বোমা রাখা আছে (Operation Sindoor IPL)। বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি এই হুমকি মেল পাওয়ার পরই সতর্ক ব্যবস্থা গ্রহণ করে। ইডেন গার্ডেনসের নিরাপত্তা দ্রুত বাড়ানো হয়েছে।
বুধবার মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ খেলছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচ চলাকালীন সিএবির ইমেল আইডিতে একটি অজানা মেল আইডি থেকে হুমকি মেল আসে। কোনও ঝুঁকি না নিয়ে পুলিশ ও সিএবি দ্রুত নিরাপত্তা জোরদার করেছে।
‘অপারেশন সিঁদুর’-এর পর এটিই আইপিএলের প্রথম ম্যাচ, যা ঘিরে সতর্কতা আরও বেড়েছে। শোনা যাচ্ছে, আহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও বোমা রাখার হুমকি মেল এসেছে, যদিও সেখানে ১৪ মে একটি আইপিএল ম্যাচ হওয়ার কথা রয়েছে।
অপারেশন সিঁদুরের পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে আইপিএল আয়োজনে বাড়তি সতর্কতা গ্রহণ করছে বোর্ড। ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতের ফলে উদ্ভূত পরিস্থিতি মাথায় রেখে আইপিএলের একটি ম্যাচ স্থগিত বা বাতিল করা হতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। এছাড়া, আরও একটি ম্যাচের ভেন্যু পরিবর্তনের কথা শোনা যাচ্ছে।
বৃহস্পতিবার ধরমশালায় দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পাঞ্জাব কিংসের ম্যাচ হওয়ার কথা রয়েছে, পাশাপাশি ১১ মে ধরমশালাতেই পাঞ্জাব খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। সূত্রের মতে, বৃহস্পতিবারের ম্যাচটি আপাতত স্থগিত করা হতে পারে বা পুরোপুরি বাতিলও করা হতে পারে। যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে কোনো সরকারি ঘোষণা আসেনি। এদিন সন্ধ্যায় বোর্ড কর্তারা একটি জরুরি বৈঠকে বসেন, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
Comments are closed.