ডিজিটাল ডেস্ক, ৭ মে: ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের পাল্টা আঘাতের সম্ভাবনা আরও প্রবল হয়ে উঠেছে, যা কিছুটা হলেও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Operation Sindoor Mamata Banerjee)। তিনি আশ্বস্ত করেছেন যে, দায়িত্বপ্রাপ্তরা পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছেন, এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পাশাপাশি, তিনি স্পষ্ট করেছেন যে, দেশের সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।
মঙ্গলবার মাঝরাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি স্থানে অভিযান চালায় ভারতীয় সেনা, যেখানে অন্তত ৯০ জন জেহাদি নিহত হন। এই অভিযানে জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবার মতো জঙ্গিগোষ্ঠীর একাধিক ঘাঁটি ধ্বংস হয়। এর পরই আশঙ্কা তৈরি হয়েছে যে ইসলামাবাদ পাল্টা হামলা চালাতে পারে।
এই পরিস্থিতিতে বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, “আতঙ্কিত বা বিভ্রান্ত হবেন না। দায়িত্বপ্রাপ্তরা পরিস্থিতির উপর নজর রাখছেন। যদি কোনো তথ্য থাকে, তবে জানাতে পারেন বা মেসেজ করতে পারেন।”
তিনি আরও সতর্ক করে দেন ভুয়া তথ্য বা গুজব প্রসঙ্গে, উল্লেখ করেন যে সামাজিক মাধ্যমে ভুয়া খবর ছড়ানো হচ্ছে, এবং জনগণকে এমন খবর থেকে দূরে থাকার পরামর্শ দেন। তাঁর হুঁশিয়ারি, “যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি ঘোষণা করেন যে শীঘ্রই ২৪ ঘণ্টার জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তর চালু করা হবে। পাশাপাশি, পুলিশের সতর্কতা বাড়ানো হবে এবং আইসিদের নজরদারি আরও জোরদার করা হবে। তাঁদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
বিভিন্ন সময়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে মতপার্থক্য দেখা গেলেও জাতীয় স্বার্থের বিষয়ে রাজ্য সরকার বরাবরই কেন্দ্রের পাশে রয়েছে বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার তিনি স্পষ্ট করে বলেন, “আমরা কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করা হবে। এই মুহূর্তে কোনো বিভেদ নেই—আমরা সবাই দেশের পক্ষেই।” সাধারণ মানুষের উদ্দেশে তাঁর বার্তা, “আমরা দেশকে ভালোবাসি। বাংলা দেশের জন্য চিরকাল আত্মত্যাগ করেছে। তাই সবকিছু আগলে রাখুন।”
Comments are closed.