Bitan Adhikari Wife Citizenship : পহেলগাঁওয়ে নিহত বিতান অধিকারীর স্ত্রীকে ভারতীয় নাগরিকত্ব দিল কেন্দ্র

12

ডিজিটাল ডেস্ক, ১০ মে : কেন্দ্রীয় সরকার নিশ্চিত করেছে যে বিতান অধিকারীর স্ত্রী সোহিনী রায়কে ভারতের নাগরিকত্ব প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শনিবার এই ঘোষণা করেছেন (Bitan Adhikari Wife Citizenship)। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের মধ্যে বিতান অধিকারী ছিলেন। তিনি কলকাতার পাটুলিতে বসবাস করতেন, তবে কর্মসূত্রে স্ত্রী ও সন্তানকে নিয়ে আমেরিকায় থাকতেন। বিতানের দাদা বিভূ অধিকারী অভিযোগ করেছিলেন যে সোহিনী বাংলাদেশের নাগরিক।

সুকান্ত মজুমদার নিশ্চিত করেছেন যে ভারত সরকার বিতান অধিকারীর স্ত্রী সোহিনী রায়কে নাগরিকত্ব দিয়েছে। তিনি উল্লেখ করেছেন যে সোহিনী বহু আগেই বিবাহসূত্রে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন, যা সরকার স্বীকৃতি দিয়েছে। সুকান্ত ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন, পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কাশ্মীর থেকে কলকাতায় ফেরার পর সোহিনী রায় এবং তাঁর পরিবারকে বিমানবন্দরে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেখানে উপস্থিত ছিলেন। সোহিনী শুভেন্দুকে জানান যে তাঁর স্বামীকে হিন্দু হওয়ার কারণে জঙ্গিরা হত্যা করেছে এবং তিনি তাঁর ওপর আস্থা রেখে কলকাতায় এসেছেন। বিতানের দাদা বিভু অভিযোগ করেছেন যে সোহিনী এখনও বাংলাদেশের নাগরিক এবং অতীতে তাঁর ও তাঁর মায়ের বিরুদ্ধে জালিয়াতির মামলা হয়েছিল, যা এখনও চলছে। তাঁর মা বাংলাদেশে চলে গিয়েছেন, তবে সোহিনী ভারতে থেকে গেছেন।

বিতান অধিকারীর দাদা বিভু অভিযোগ করেছেন যে সোহিনী রায় তাঁর পরিচয় গোপন করে বিতানকে বিয়ে করেছিলেন। তিনি দাবি করেছেন যে সোহিনীর দুটি জন্ম শংসাপত্র রয়েছে এবং তিনি প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিক। বিভু আরও বলেছেন যে সোহিনী ও তাঁর পরিবার ভারতে ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি তৈরি করেছিলেন, যা পরে ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। বিভুর মতে, সোহিনী আগে বিতানের সঙ্গে আমেরিকায় ছিলেন, তবে ২০২৩ সালের জানুয়ারি থেকে ভারতে অবস্থান করছেন, কারণ তাঁর ভারতীয় পাসপোর্টের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হয়ে গিয়েছে।

Comments are closed.