ডিজিটাল ডেস্ক, ২৮ জুলাই : ‘অপারেশন মহাদেব’-এ অভিযান চালিয়ে জম্মু ও কাশ্মীরে তিন জঙ্গিকে গুলিতে নিকেশ করল সেনা। অনুমান, পহেলগাঁওয়ে হওয়া জঙ্গি হামলায় জড়িত ছিল তারা। যদিও সেনার তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এদিন সকালে তাদের ঘিরে ফেলায় প্রবল গুলির লড়াই শুরু হয়। দারা এলাকায় লিডওয়াস এলাকায় জঙ্গলে এই জঙ্গি-বাহিনী গুলির লড়াই চলার পর ৩ পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে সূত্র জানিয়েছে (Pahelgam Attack Terrorists Killed)।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গিয়েছে, যাদের খতম করা হয়েছে, তারা-ই গত ২২ এপ্রিল পহেলগামে ধর্ম দেখে নিরীহ পর্যটকদের হত্যা করেছিল। সেই ঘটনার পর গত তিন মাস ধরে জোর তল্লাশি চালানো হচ্ছিল গোটা জম্মু-কাশ্মীর জুড়ে। অবশেষে সোমবার মাউন্ট মহাদেবের কাছে লিডওয়াস এলাকায় সংঘর্ষে তিন সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করা হয়। সেনা অভিযানে অংশ নেয় ভারতীয় সেনাবাহিনী, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের জওয়ানরা।
সূত্রের দাবি, দু’দিন আগে দাচিগাম জঙ্গলে একটি সন্দেহজনক ফোনালাপ আড়ি পেতে ধরা পড়ে। সেই সূত্র ধরেই নিরাপত্তা বাহিনী নিশ্চিত হয়, ওই এলাকায় তিন বিদেশি জঙ্গি লুকিয়ে রয়েছে।
বিস্তারিত আসছে……