ডিজিটাল ডেস্ক, ৬ মে: বালোচিস্তানের জিওয়ানি জেলায় পাক সেনার টহলদারি গাড়িকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটাল বিদ্রোহীরা (Pakistan Attack)। সোমবার রাতের এই হামলায় পাকিস্তান উপকূলরক্ষী বাহিনীর পাঁচ জওয়ান নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তায় পাতা বিস্ফোরকই ছিল হামলার মূল মাধ্যম। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
বালোচিস্তানে পরিস্থিতি ধীরে ধীরে পাক সেনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মাত্র এক সপ্তাহ আগে, প্রায় ৩০ থেকে ৪০ জন বন্দুকধারী প্রদেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক আটকে দেয় এবং সেখান দিয়ে যাওয়া একটি পুলিশভ্যান থামিয়ে পাঁচজন পুলিশকর্মীকে অপহরণ করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হামলা—এবার আইইডি বিস্ফোরণ ঘটিয়ে বিদ্রোহীরা উপকূলরক্ষী বাহিনীর গাড়িকে নিশানা করে। পরিস্থিতি ঘিরে চরম উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনের অন্দরে।
দীর্ঘদিন ধরেই বালোচ বিদ্রোহীদের দমন করতে লড়াই চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তবে জঙ্গি সংগঠনগুলি নিয়মিতভাবে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়ে যাচ্ছে। বালোচ বিচ্ছিন্নতাবাদীদের অভিযোগ, ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এই খনিজসম্পদে সমৃদ্ধ অঞ্চলটির স্থানীয় বাসিন্দাদের বরাবরই উপেক্ষা করে এসেছে পাকিস্তানি রাষ্ট্র। বর্তমানে পাক সেনার সঙ্গে মূল সংঘাত চলছে বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ-র, যা এই অঞ্চলের সবচেয়ে সক্রিয় ও সংগঠিত বিদ্রোহী গোষ্ঠী হিসেবে পরিচিত।
Comments are closed.