Pakistan High Commission Persona Non Grata : পাক হাই কমিশনের কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ কেন্দ্রের

9

ডিজিটাল ডেস্ক, ১৪ মে : সংঘর্ষবিরতি সত্ত্বেও ভারত-পাকিস্তানের কূটনৈতিক টানাপোড়েন বজায় রয়েছে। এবার নয়াদিল্লি পাক দূতাবাসের এক আধিকারিককে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে (Pakistan High Commission Persona Non Grata)। স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—ভারতে তাঁর উপস্থিতি অনাকাঙ্ক্ষিত।

ভারত সরকার জানিয়েছে, ওই পাক দূতাবাসের আধিকারিক তাঁর সরকারি পদের বাইরে কিছু কার্যকলাপে যুক্ত ছিলেন, যা গ্রহণযোগ্য নয়। এই কারণে তাঁকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাক দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে ইতিমধ্যেই এই সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে। এমন দ্রুত সিদ্ধান্ত ভারত-পাকিস্তানের চলমান কূটনৈতিক সম্পর্কের নতুন মোড় আনতে পারে।

পহেলগাঁও হামলার পর ভারতের সরকার পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ দফা কূটনৈতিক স্ট্রাইক ঘোষণা করে। এই পরিকল্পনার অংশ হিসেবে পাক দূতাবাসের অধিকাংশ কর্মীকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয় এবং তাঁদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এরপরই ভারত অপারেশন সিঁদুর শুরু করে, যার মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালিয়ে ধ্বংস করা হয় ৯টি জঙ্গিঘাঁটি। শতাধিক জেহাদি নির্মূল হওয়ার ফলে দুদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়, প্রায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল।

অবশেষে শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি চুক্তি হয়েছে। তবে ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সংঘর্ষবিরতি হলেও সন্ত্রাসের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর থাকবে। এরই মধ্যে পাক দূতাবাসের এক আধিকারিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামাবাদ এ বিষয়ে কী প্রতিক্রিয়া জানাবে, তা নিয়ে কূটনৈতিক মহলে তীব্র নজরদারি চলছে।

Comments are closed.