India Afghanistan Relations : আফগানিস্তান নিয়ে পাকিস্তানের ভুয়ো দাবি ওড়াল ভারত!

12

ডিজিটাল ডেস্ক, ১০ মে : ভারতীয় সেনাবাহিনীর প্রতিরোধ ও পাল্টা আক্রমণের মুখে পাকিস্তান সীমান্তে উত্তেজনা অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শনিবার জাতীয় কমান্ড অথরিটির (NCA) জরুরি বৈঠক আহ্বান করেন, যা পাকিস্তানের পরমাণু অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ কর্তৃপক্ষ।

এদিকে, ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি অভিযোগ করেছেন যে, পাকিস্তান ভারত ও আফগানিস্তানের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, পাকিস্তান ভুয়ো খবর ছড়িয়ে দুই দেশের সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে (India Afghanistan Relations)। এই অভিযোগের প্রেক্ষিতে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের এই অপপ্রচারের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাকিস্তানের উদ্দেশ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।

এদিন বিক্রম মিস্রি আরও বলেন ভারতের কোনও মিসাইল আফগানিস্তানে আছড়ে পড়েনি। আফগান নাগরিকরা যেন না ভোলেন যে কোন দেশ সেখানকার নাগরিকদের উপরে হামলা চালায়। সেই সঙ্গেই তাঁর আরও দাবি পাকিস্তানের ভারতকে বিভক্ত করার মতলব ব্যর্থ হবেই। পাশাপাশি বিদেশ সচিবের আর্জি, পাকিস্তানের মিথ্যে অপপ্রচারে কান দেবেন না। পাকিস্তান নিরীহ নাগরিক ও নাগরিক নির্মাণকে টার্গেট করছে, বিশেষত জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবে। চেষ্টা চালাচ্ছে সম্প্রদায়ের মধ্যে মতভেদ সৃষ্টি করার।

বিক্রম মিস্রি আরও জানিয়েছেন যে পাকিস্তান বারবার উসকানি ও উত্তেজনা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের পক্ষ থেকে এই কর্মকাণ্ড প্রতিহত করা হয়েছে এবং প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া জানানো হয়েছে। আজ সকালেও একই ধরনের উসকানিমূলক পদক্ষেপের পুনরাবৃত্তি লক্ষ্য করা হয়েছে।

ফের আজ শনিবার ভোরে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ঘটে, যা পাকিস্তানের আক্রমণের অংশ বলে জানা যায়। ভোর সাড়ে চারটায় জম্মু শহরে একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়, পাশাপাশি উধমপুর, আখনুর, রাজৌরি, পুঞ্চ এবং পাঠানকোট-সহ একাধিক স্থানে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। ফলে সেনাবাহিনীর নির্ধারিত সাংবাদিক বৈঠক পিছিয়ে দিতে হয়। শুক্রবারের হামলাতেও সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল, যার মধ্যে ছিলেন একজন সরকারি আধিকারিক। রাজৌরির অতিরিক্ত জেলা কমিশনার রাজকুমার থাপার বাড়িতে একটি শেল এসে পড়ায় তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান। এই ঘটনার পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা শোকপ্রকাশ করেছেন।

Comments are closed.