India Pakistan Tensions : ফের হামলা! উরি এবং পুঞ্চ-এ হামলা, জম্মু বিমানবন্দরে সাইরেন, ব্ল্যাকআউট হরিয়ানাতে
ডিজিটাল ডেস্ক, ৯ মে : শুক্রবার সন্ধ্যা থেকে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলে পাকিস্তানের গোলাবর্ষণ ও ড্রোন হামলার ঘটনায় আবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘিত হয়েছে (India Pakistan Tensions)। এই হামলার ফলে জম্মু শহরে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে এবং সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের ড্রোন হামলা প্রতিহত করেছে।
সীমান্তবর্তী রাজ্যগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং পাকিস্তানের পাল্টা জবাবের আশঙ্কায় ভারতীয় সেনা সতর্ক অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে, সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।
উল্লেখযোগ্য যে, এই হামলার পরিপ্রেক্ষিতে ভারতের ২৪টি বিমানবন্দর আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে এবং ফ্লাইট বাতিল করা হয়েছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক বিমান চলাচল ও সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তার জন্য উদ্বেগের সৃষ্টি করেছে।
এই পরিস্থিতিতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে জরুরি বৈঠকে বসেছেন। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সিডিএস অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানরা উপস্থিত রয়েছেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সাধারণ মানুষকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন।
ভারতীয় সরকারের তরফে ২৪টি বিমানবন্দর আগামী ১৫ মে ভোর সাড়ে ৫টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপ পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে। বন্ধ রাখা বিমানবন্দরগুলোর মধ্যে চণ্ডীগড়, শ্রীনগর, অমৃতসর, লুধিয়ানা, সিমলা, জয়সলমের, পাঠানকোট, জম্মু, বিকানের, লেহ, পোরবন্দরসহ গুরুত্বপূর্ণ বিমানবন্দর অন্তর্ভুক্ত রয়েছে।
শুক্রবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি পাকিস্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তিনি বলেন, পাকিস্তান ইচ্ছাকৃতভাবে ভারতের ধর্মীয় স্থাপনাগুলিতে আক্রমণ চালাচ্ছে এবং এর মাধ্যমে উসকানি দিচ্ছে। তিনি আরও দাবি করেন, পাকিস্তান দায় স্বীকার না করে উল্টো ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। মিস্রি বলেন, “পাকিস্তান দাবি করছে যে ভারত অমৃতসরসহ একাধিক শহরে আঘাত করছে, যা সম্পূর্ণ মিথ্যা।”
Comments are closed.